হোম /খবর /খেলা /
এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএলের পরেই, পাকিস্তানকে ফের চাপ ভারতের

Asia Cup: এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএলের পরেই, পাকিস্তানকে ফের চাপ ভারতের

পাকিস্তানকে চাপিয়ে রেখে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতের

পাকিস্তানকে চাপিয়ে রেখে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতের

  • Share this:

নয়াদিল্লি: আইপিএল ফাইনালে পাকিস্তান বাদে এশিয়ার বাকি দেশের ক্রিকেট কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। এটা করেই পাকিস্তানের গালে ঝটকা মেরেছে ভারত। এশিয়া কাপ আয়োজন নিয়ে টালবাহানা চলছে বহুদিন ধরেই। এবার আসর বসার কথা পাকিস্তানে। কিন্তু ভারত প্রথমেই জানিয়ে দিয়েছে, বিরাট কোহলিরা পাকিস্তানে খেলতে যাবেন না।

তাই নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে দাবি জানিয়েছে বিসিসিআই। এক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা ছিল ভারতের প্রথম পছন্দ। একটা সময় দুবাইয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে পাকিস্তান রাজি হলেও, পরে তারা বেঁকে বসে। পাক বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইকে প্রস্তাব দেওয়া হয় ‘হাইব্রিড’ পদ্ধতি অবলম্বনের। অর্থাৎ এশিয়া কাপ পাকিস্তানেই হবে।

বাকি দেশগুলি সেখানেই খেলবে। শুধু ভারত খেলবে অন্য দেশে। ফাইনাল বা নক-আউট পর্বের ম্যাচগুলি হবে দুবাইয়ে। এই ব্যাপারটি এখনও ঝুলে রয়েছে। আইপিএলের পর এশিয়া কাপের ভেন্যু ঠিক হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও। এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান অনড়।

পিসিবি চেয়ারম্যান নজম শেঠি ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, ভারত যদি এশিয়া কাপে না খেলে কিংবা পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়, তাহলে বিশ্বকাপ বয়কট করবে তারা। যার অর্থ ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। তাই এখন দেখার, জয় শাহ কী অবস্থান নেন।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Asia Cup, Jay Shah