Fifa World Cup Qualifier : ৪৮ দলের বিশ্বকাপে জায়গা পাকা করল জার্মানি, নেদারল্যান্ডস, আর ১৪টি জায়গা জন্য লড়াই! জমজমাট কোয়ালিফায়ার

Last Updated:

Fifa World Cup Qualifier : ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই গোল–উৎসবে মাতে জার্মানি। প্রথম গোলটি করেন নিক ভোল্টেমাড। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হে নাব্রি। বিরতির আগে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪–০ করেন লেরয় সানে।

News18
News18
কলকাতা : এবার ভুল করলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা থাকত। একইসঙ্গে স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রথম দেখায় হারের তেতো অভিজ্ঞতা তো ছিলই। তবে সব চাপ উড়িয়ে জার্মানি বিশ্বকাপে!
সানে-ভল্টামাডারা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলেন। লাইপজিগের রেড বুল অ্যারেনায় সোমবার রাতে বাছাইয়ের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে জার্মানি।
advertisement
story-element”>
নিক ভল্টামাডা দলকে এগিয়ে দেন। এর পর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। লেরয় সানের জোড়া গোলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে নিজেদের নাম লেখান বাকু ও আসান ওয়েদরেগো।
advertisement
ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই গোল–উৎসবে মাতে জার্মানি। প্রথম গোলটি করেন নিক ভোল্টেমাড। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হে নাব্রি। বিরতির আগে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪–০ করেন লেরয় সানে। প্রথমার্ধেই ম্যাচের ফল একরকম নির্ধারিত হয়ে গিয়েছিল। বিরতির পর ব্যবধান বাড়ায় জার্মানি।
গত জুনে উয়েফা নেশন্স লিগের ফাইনালে টানা দুই হারের পর সেপ্টেম্বরে স্লোভাকিয়ার বিপক্ষে হেরেই বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করে জার্মানি। এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ঠিক পরের চার ম্যাচে ১০ গোল দিয়ে জার্মানি হজম করে মাত্র একটি।
advertisement
শেষ রাউন্ডে এসে দুর্দান্ত পারফরম্যান্স জার্মানদের। তারা পৌঁছে গেল ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে। গ্রুপ জি-তে নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। তাদের হয়ে তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডোনিয়েল মালেন গোল করেন। এই জয়ের ফলে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এটি তাদের ১২তম ফুটবল বিশ্বকাপ।
advertisement
নেদারল্যান্ডসের হয়ে গোল করেছেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমনস ও ডোনিয়েল মালান। এই ম্যাচ শেষে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৮ ম্যাচে ২০, সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে প্লে–অফে গেল রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড। তারা গতকাল রাতে মাল্টাকে ৩–২ গোলে হারিয়েছে।
আরও পড়ুন- রাসেলকে কেন ছেড়ে দিল কেকেআর? একজনের জন্য! নাইটদের বড় রহস্য ফাঁস
গ্রুপ ‘এ’–তে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ৬ ম্যাচে ১৫। একই সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্লোভাকিয়া, পয়েন্ট ১২। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হলেও স্লোভাকিয়ার সুযোগ আছে প্লে–অফ জিতে বিশ্বকাপে যাওয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Fifa World Cup Qualifier : ৪৮ দলের বিশ্বকাপে জায়গা পাকা করল জার্মানি, নেদারল্যান্ডস, আর ১৪টি জায়গা জন্য লড়াই! জমজমাট কোয়ালিফায়ার
Next Article
advertisement
শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement