ফের টাইব্রেকার আটকে গেল স্পেনের স্বপ্ন, কোয়ার্টার ফাইনালে পৌছে ইতিহাস মরক্কোর

Last Updated:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম মরক্কোর ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। টাইব্রেকাকে স্পেনকে হারিয়ে শেষ আটে মরক্কো।

#দোহা: কাতার বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল মরক্কো। টাই ব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল আফ্রিকান দেশটি। গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারানোর পর অঘটন আখ্যা দিয়েছিল ফুটবল বিশেষজ্ঞরা। এবার স্পেনকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়ে সমালোচকদের জবাব দিল ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল।
নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ০-০। তারপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও খেলার ফলাফল আসেনি। টাইব্রেকারে ৩-০ ব্যবধানে বাজিমাত করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো। ইউরোর সেমি ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। বিশ্বকাপেও সেই কাঁটা উপরাতে পারল না লুই এনরিকের দল।
এদিন ম্যাচের প্রথম থেকেই নিজেদের মধ্যে পাসের ফুলঝুরি খেলে আক্রমণে ওঠার চেষ্টা করে স্পেন। অপরদিকে, রক্ষণকে শক্তিশালী রেখে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে মরক্কো। প্রথমার্ধে দুই দলই খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের ঝাঁঝ বাড়ায়। তবে গোল আসেনি। এরপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।
advertisement
advertisement
টাইব্রেকারে মরক্কোর হিরো বনে যান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনু। স্পেনের প্রথম শট পোস্টে লাগলেও তারপর টানা ২টি শট সেভ করেন তিনি। অপরদিকে চারটির মধ্যে তিনটি শটে গোল করে মরক্কোর ফুটবলে নতুন ইতিহাস লিখল ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ও সুইজারল্যান্ড ম্যাচে জয়ী দেশের সঙ্গে খেলবে মরক্কো।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের টাইব্রেকার আটকে গেল স্পেনের স্বপ্ন, কোয়ার্টার ফাইনালে পৌছে ইতিহাস মরক্কোর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement