দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল জাপান, কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে হার

Last Updated:

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কোস্টারিকার বিরুদ্ধে হেরে বসল জাপান। ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি ফুটবল হলেও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে কেশের ফুলারের একমাত্র গোলে জয় পায় কোস্টারিকা।

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: লড়াই করেও শেষ পর্যন্ত হল না। জার্মানিকে হারালেও বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে হেরে বসল জাপান। অপরদিকে, প্রথম ম্যাচে স্পেনের কাছে ৭ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরত পেরে খুশি কোস্টারিকা। ম্যাচেরফল কোস্টারিকা ১, জাপান ০। ম্যাচের ৮১ মিনিটে কোস্টারিকার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন কেশের ফুলার।
ম্যাচের প্রথমার্ঝের দুই দলই ধীরে চলো নীতি নিয়ে খেলা শুরু করে। রক্ষণকে শক্তিশালী রেখে কাউন্ডার অ্যাটাক নির্ভরশীল ফুটবল খেলে জাপানের কোচ হাজিমি মোরিইয়াসু ও কোস্টারিকা কোচ লুইস ফার্নান্ডেজ সুরারেজ। ম্যাচের প্রথমার্ধে বল পজিশনে কোস্টারিকা জাপানের থেকে এগিয়ে থাকলেও সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে ডোয়ান, কামাডা, সোমা, উয়েডারা। অপরদিকে,স্পেন ম্যাচের থেকে এদিন অনেক বেশি সংঘবদ্ধ দেখায় কোস্টারিকাকে। তবে ম্যাচের প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি কোস্টারিকা।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের তুলনায় আক্রমণের মাত্রা অনকেটা বাড়ায় জাপান ও কোস্টারিকা। বলল পজিশন ও গোলমুখী শট বেশি থাকলেও কাজের কাজটা করে উঠতে পারেনি এশিয়ার শক্তিধর দেশটি। উল্টে অল্প সুযোগকেই কাজে লাগিয়ে ম্যাচের ৮১ মিনিটে গোল করে কোস্টারিকাকে এগিয়ে কেশের ফুলার। এরপর চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি জাপান।
advertisement
advertisement
কোস্টারিকার বিরুদ্ধে হারের ফলে গ্রুপ ই থেকে পরের রাউন্ডে যাওয়াটা কঠিন হয়ে গেল জাপানের। পরবর্তী ম্যাচ শক্তিশালী স্পেনের বিরুদ্ধে। অপরদিকে, জার্মানির সুযোগ কিছুটা বাড়ল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আজ স্পেনের বিরুদ্ধে ড্র করলেও শেষ ম্যাচ কোস্টারিকা বড় ব্যবধানে হারাতে পারলে তাদেরও সুযোগ থাকবে শেষ ষোলোয় যাওয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল জাপান, কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে হার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement