সব রেকর্ড ভেঙে দিল এবারের বিশ্বকাপ, সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, টিভিকে টেক্কা ডিজিটালের

Last Updated:

FIFA World Cup 2022: টিভির চেয়ে বেশি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে এবারের ওয়ার্ল্ড কাপ দেখেছেন৷

FIFA World Cup 2022 is the most viewed world cup ever and digital platform overtakes tv
FIFA World Cup 2022 is the most viewed world cup ever and digital platform overtakes tv
#নয়াদিল্লি: ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ আজ কিছুক্ষণের মধ্যেই  আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। খেতাব রক্ষার লড়াইতে নামা ফ্রান্স সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে তাদের টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে। অন্যদিকে অধিনায়ক মেসির নীল-সাদা ব্রিগেড ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।ভারতীয় ফিফা ফুটবল ক্রমতালিকার পিছনের সারিতে থাকলেও  ফুটবল মহাকাব্যের জ্বর ভারতেও কম নয়।
এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সবচেয়ে বেশি দেখেছে ভারতীয় মানুষ। ফিফা বিশ্বকাপের উত্তেজনা ভারতের মানুষের কাছে এমন মাত্রায় পৌঁছেছে যে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপটি ভারতে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় দর্শক দেখেছে।
advertisement
এই প্রথম ভারতে ডিজিটাল প্ল্যাটফর্ম টেলিভিশন মিডিয়াকে ভিউয়ারশিপের দিক থেকে ছাড়িয়ে গেছে৷ এবারের ফিফা বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে৷ সারা পৃথিবীর ফ্যান এই বিশ্বের সেরা শো দেখছেন চোখ ভরে৷ ইকনমিক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ি ৪৮ ম্যাচে টুর্নামেন্টে বার্কের ডেটা অনুযায়ী ৪২.২ মিলিয়ন ছুঁয়েছে৷ BARC -র এই পরিসংখ্যান কেবল -স্যাটেলাইটস (CS) 2+ দর্শকদের ভিত্তিতে৷
advertisement
এই তথ্যের হিসেবে সেরা পাঁচটি ভারত থেকে দেখা দর্শকদের এলাকা কেরল (১৩.১ মিলিয়ন), পশ্চিমবঙ্গ (৮.৬৯ মিলিয়ন), অসম-উত্তরপূর্ব রাজ্য ও সিকিম (৭.১ মিলিয়ন), তামিলনাড়ু -পুদুচেরি (২.৭ মিলিয়ন), মহারাষ্ট্র - গোয়া (২.৩ মিলিয়ন)৷ ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ি  BARC ডেটাতে সবচেয়ে ভাল ভিউয়ারশিপ এসেছে অসম -উত্তরপূর্ব ভারত, সিকিম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, এবং ওড়িশা৷
advertisement
২০২২ সালের এই বিশ্বকাপ দেখলেন সবচেয়ে বেশি সংখ্যক ভারতবাসী৷  এই প্রথমবার টিভির দর্শকসংখ্যাকে ছাপিয়ে গেল ডিজিটালের দর্শকসংখ্যা ফিফা বিশ্বকাপের দর্শকসংখ্যা জিও সিনেমাতে ১০০ মিলিয়ন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে৷  ২০ নভেম্বর থেকে তিন সপ্তাহের জন্য জিও সিনেমা হল সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ৷  iOS এবং অ্যান্ড্রয়েড দুই মিলিয়ে এই তকমা পেল জিও৷
advertisement
JioCinema হাইপ মোডের কারণে দর্শকদের লাইভ অভিজ্ঞতা আরও অনেক ভাল হয়েছে , পাশাপাশি  ওয়েন রুনি, লুইস ফিগো, রবার্ট পিরেস, গিলবার্তো সিলভা এবং সল ক্যাম্পবেলের মতো  এই সমস্ত বিশ্বকাপের নায়কদের অল-স্টার রোস্টার দ্বারা সজ্জিত একটি বিশ্বমানের স্টুডিও দর্শকদের মন জিতে নিয়েছে৷
এছাড়া  Snap Inc. এর সঙ্গে পার্টনারশিপের অভিজ্ঞতা ব্যবহারকারীদের ভয়েস-অ্যাক্টিভেটেড এআর লেন্সের আগে কখনো দেখা যায়নি৷  মাহিন্দ্রার সঙ্গে একটি কনটেন্ট সিরিজ তৈরি করা হয়েছে যেখানে ভারতে ফুটবলের অনাগত নায়কদের উদযাপন করা হয়েছে৷  Viacom18 স্পোর্টসের বিশ্বকাপের উপস্থাপনায় সঙ্গে যোগ দিয়েছে অসংখ্য ব্র্যান্ড৷  রয়েছে ই-কমার্স, ব্যাংকিং, আর্থিক পরিষেবা, অটো, ফ্যাশন, আতিথেয়তা এবং ফিনটেক-সহ ৫০ টিরও বেশি ব্র্যান্ড৷
বাংলা খবর/ খবর/খেলা/
সব রেকর্ড ভেঙে দিল এবারের বিশ্বকাপ, সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, টিভিকে টেক্কা ডিজিটালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement