ফ্রান্স বনাম ডেনমার্কের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

Last Updated:

বিশ্বকাপে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও ডেনমার্ক। ম্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারল না এমবাপে-গ্রিজম্যানরা।

#স্টেডিয়াম ৯৭৪: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ৪-১ গোলে দুরন্ত জয় পেয়েছিল ফ্রান্স। অপরদিকে, তিউনেশিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডেনমার্ক। দ্বিতীয় ম্যাচে ড্যানিশদের বিরুদ্ধে হট ফেভারিট হিসেবেই শুরু করেছে ফরাসী ব্রিগেড। তবে ম্যাচের প্রথমার্ধে দিদিয়ের দেশঁ-র দলকে আটকে রাখল ক্যাসপার হুজলমান্ডের দল। প্রথমার্ধে খেলার ফল গোলশূন্য।
এদিন শক্তিতে অনেকটা এগিয়ে থেকে শুরু করলেও ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধে সমানে সমানে টক্কর দিল ডেনমার্ক। গোলমুখী শটে ফ্রান্স এগিয়ে থাকলেও বল পজিশনে এমবাপেদের ছেড়ে কথা বলেনি এরিকসনরা। তবে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের শেষ পর্যন্ত ফ্রান্সের যাবতীয় আক্রমণ রুখে দেয় ড্যানিশ ডিফেন্স।
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপের শুরুর আগে থেকেই চোট সমস্যায় ভুগছিল ফ্রান্স। চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন পল পোগবা, অ্যান্তোনিও কন্তের মতো তারকারা। তারপরও তার দল যে কতটা শক্তিশালী তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রমাণ করে দিয়েছেন দিদিয়ের দেশঁ। অস্ট্রেলিয়া ম্যাচের পর চোটের কারণে ছিটকে গিয়েছেন লুকাস হার্নান্ডেজ। তারপরও আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই ফ্রান্সের।
advertisement
advertisement
অপরদিকে, বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ডেনমার্কের। প্রথম ম্যাচে তিউনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ড্যানিশরা। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া উপায় নেই ক্যাসপার হিজুলমান্ডের দলের। ফ্রান্সের বিরুদ্ধে তারা লড়াই দিতে প্রস্তুত সেই কথা জানিয়েছেন ডেনমার্কের কোচ। ডলবার্গ, ওলসেন, এরিকসন, ডিলানিদের অভিজ্ঞতাই ভরসা দলের
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্রান্স বনাম ডেনমার্কের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement