হাতির পিঠে নেইমার, বিশালাকার মেসি, ফুটবল জ্বরে কাবু গোটা দেশ

Last Updated:

২০ তারিখ কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ দেখার অপেক্ষা বাংলা তথা গোটা দেশ। সেজে উঠেছে বিভিন্ন এলাকা।

#কেরালা: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই কাতারে কিক-অফ। আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়বে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর ফুটবল নিয়ে ভারতীয় বিশেষ করে বাঙালিদের উন্মাদনার কথা না বললেই নয়। বিশ্বকাপ উপলক্ষ্যে সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।
সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল কোরলার কোকিকোড়ের একটি জলাশয়ের ছবি। তিনটি দৈত্যাকার কাট-আউট শোভা পাচ্ছে সেখানে। মেসি-নেইমার-রোনাল্ডো। কোনওটার উচ্চতা ৩০ ফুট তো কোনওটার ৪০ ফুট। এবার সেই কেরালার মালাপুরমেও বিশ্বকাপ উপলক্ষ্যে সাজানো হয়েছে। সেখানেও তৈরি করা হয়েছে মেসির বিশাল কাটআউট। আবার হাতির পিঠে বসানো হয়েছে নেইমারেক। এছাড়া পতাকা দিযে সাজানো হয়েছে গোটা এলাকা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলা ও কলকাতাও ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগে কোনও অংশে পিছিয়ে নেই। জেলা থেকে শহর বিশ্বকাপ উপলক্ষ্যে রঙিন হয়ে উঠেছে একাধিক এলাকা। ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যান বরাবরই বেশি বাংলায়। রয়েছে স্পেন, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স ভক্তও। মেসি, নেইমার, রোনাল্ডোদের বল পায়ে দেখার জন্য মুখিয়ে ক্রীড়া প্রেমীরা। উৎসবের শেষে এবার আগামি একমাাস ফুটবল উৎসবে মাততে প্রস্তুত 'ফুটবল পাগল' বাঙালি।
বাংলা খবর/ খবর/খেলা/
হাতির পিঠে নেইমার, বিশালাকার মেসি, ফুটবল জ্বরে কাবু গোটা দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement