হোম /খবর /খেলা /
চোট সমস্যায় জেরবার ব্রাজিল, কী হতে চলেছে সুইস 'বধের' রণনীতি

চোট সমস্যায় জেরবার ব্রাজিল, কী হতে চলেছে সুইস 'বধের' রণনীতি, লড়াই দিতে প্রস্তুত সাকেরিরা

সোমবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে ব্রাজিল। তার আগে চোট সমস্যায় জর্জরিত িততের দল। নেইমার, দানিলোর পর সম্ভবত চোটের কবলে আরও এক তারকা।

  • Share this:

#স্টেডিয়াম ৯৭৪: প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। রিচার্লসনের চোখ ধাঁধানো জোড়া গোল বন্দিত হয়েছে ফুটবল বিশ্বে। সেই জয়ের আনন্দের থেকে ব্রাজিল কোচ তিতের বেশি চিন্তার কারণ হয়ে যায় দলে একের পর এক চোট সমস্যা। তাই সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে অনেক বেশি সাবধানী সাম্বা ব্রিগেড।

নেইমার ও দানিলোকে যে সুইসদের বিরুদ্ধে পাওয়ার যাবে না তা আগেই জানা গিয়েছিল। কিন্তু জানা যাচ্ছে ম্যাচের আদের দিন অনুশীলন করতে পারেননি দলের নির্ভরযোগ্য অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাও। তার চোট সম্পর্ক সরকারিভাবে ব্রাজিল দলের তরফ থেকে কিছু না জানালেও দ্বিতীয় ম্যাচে তিনি খেলবে কিনা তা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

ম্যাচের আগে খুব একটা নিজের দলের প্রথম একাদশ নিয়ে কথা বলতে পছন্দ করেন না কোচ তিতে। আল আরবি স্টেডিয়ামে রুদ্ধ দ্বার অনুশীলন করিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তিতের কথায় যতটুকু আভাস পাওয়া গিয়েছে নেইমারের জায়গায় খেলতে পারেন রদ্রিগো। দানিলোর জায়গায় সেন্টার ব্যাক এদের মিলিটাও। এছাড়া দানি আলভেসের মত অভিজ্ঞ প্লেয়ারও রয়ছে তিতে হাত। তবে পাকুয়েতা নিয়ে কিছুই বলেননি তিতে।

তবে দলে একধিক চোট সমস্যা থাকলেও ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ খুবই শক্তিশালী। অনুশীলনে ফুটবলারদের মধ্যে কোনও চিন্তার বিষয় নজরে পড়েনি। প্রতিপক্ষ সুইজারল্যান্ড দলে সাকেরি-জাকাদে মত প্লেয়ার থাকলেও ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করার বিষয়ে আত্মবিশ্বাসী ৫ বারের বিশ্বজয়ীরা।

আরও পড়ুনঃ ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিলি করবেন নগ্ন ছবি, ঘোষণা নেইমারের দেশের সুপার সেক্সি মডেলের

অপরদিকে, প্রথম ম্যাচে ক্যামেরুমের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল সুইসরা। দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ প্রবল শক্তিশালী হলেও লড়াই দিতে প্রস্তুত মুরাত ইয়াকিনের ছেলেরা। দলে এক ঝাঁক তরুণ ফুটবলারদের পশাপাশি সাকেরি, জাকা, ভারগাস, এমবলোদের অভিজ্ঞতা ভরসা সুইস কোচের। প্রথম ম্যাচে গোলও পেয়েছিলেন এমবোলো। ফলে বিনা যুদ্ধে ব্রাজিলকে জমি ছাড়তে নারাজ সুইসরা।

Published by:Sudip Paul
First published:

Tags: Brazil, Fifa world Cup 2022, Switzerland