#স্টেডিয়াম ৯৭৪: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচে প্রভাব বেশি থাকলেও তিতের দলের বিরুদ্ধে চোয়াল চাপা লড়াই দিল মুরাত ইয়াকিনের সুইস দল। প্রথমার্ধের শেষে খেলার ফল গোলশূন্য। প্রথমার্ধে গোল করার সুযোগ ব্রাজিল বেশি তৈরি করেছিল। কিন্তু সুইস ডিফেন্স ও গোলকিপার ইয়ান সোমেরকে মাত দিতে পারেননি। তবে লড়াই করে ব্রাজিলকে প্রথমার্ধে রুখে দিলেও খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি এমবোলো, ভারগাস, জাকারা।
প্রসঙ্গত, দ্বিতীয় ম্যাচে নামার আগে ব্রাজিলের প্রধান সমস্যা ছিল চোট। নেইমার ও দানিলোকে যে সুইসদের বিরুদ্ধে পাওয়ার যাবে না তা আগেই জানা গিয়েছিল। কিন্তু জানা যাচ্ছে ম্যাচের আদের দিন অনুশীলন করতে পারেননি দলের নির্ভরযোগ্য অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাও। তার চোট সম্পর্ক সরকারিভাবে ব্রাজিল দলের তরফ থেকে কিছু না জানালেও দ্বিতীয় ম্যাচে তিনি খেলবে কিনা তা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু ম্যাচে খেলেন তিনি। নেইমার ও দানিলোর বদলে দলে সুযোগ পেয়েছেন ফ্রেড মিলিটাও।
অপরদিকে, প্রথম ম্যাচে ক্যামেরুমের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল সুইসরা। দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ প্রবল শক্তিশালী হলেও লড়াই দিতে প্রস্তুত মুরাত ইয়াকিনের ছেলেরা। দলে এক ঝাঁক তরুণ ফুটবলারদের পশাপাশি সাকেরি, জাকা, ভারগাস, এমবলোদের অভিজ্ঞতা ভরসা সুইস কোচের। প্রথম ম্যাচে গোলও পেয়েছিলেন এমবোলো। ফলে বিনা যুদ্ধে ব্রাজিলকে জমি ছাড়তে নারাজ সুইসরা। প্রথমার্ধের খেলায় তারই প্রমাণ দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Fifa world Cup 2022, Switzerland