সাম্বার ছন্দে অনুশীলন নেইমারদের, সার্বিয়ার বিরুদ্ধে নামার আগে বিন্দাস মুডে ব্রাজিল

Last Updated:

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী তিতের দল। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত সার্বিয়া।

#লুসেইল স্টেডিয়াম: দুই প্রাক্তন বিশ্বজয়ী দল আর্জেন্টিনা ও জার্মানি হার দিয়ে শুরু করেছে কাতার বিশ্বকাপ অভিযান। ছোট দলগুলির লড়াকু ফুটবল রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে বড় দলদের। তবে সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে কোনও চাপ তো দুরস্ত সম্পূর্ণ বিন্দাস মেজাজে রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কোনও কড়াকড়ি নেই, নাচে-গানেই প্রথম ম্যাচের প্রস্তুতি সারলেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, দানি আলভেজরা।
প্রথম ম্যাচে নামার আগের দিন গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে অনুশীলন সারে তিতের দল। সেখানে অন্য মেজাজে পাওয়া যায় ফুটবলারদের। গ্র্যাব্রিয়াল জেসুস নাচতে নাচতে অনুশীলনে নামেন। নেইমারকে আড্ডা দিতে দেখা যায় পরিচিত সাংবাদিকের সঙ্গে। কোচ তিতেও সহকারীরর সঙ্গে মাঠে হাঁটতে হাঁটতে ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে সাম্বার মতই হাততালি দিয়ে নাচতে নাচতে চলে ফিজিক্যাল ট্রেনিং।
advertisement
২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ২০ বছর পর ফের এশিয়ার মাটিতে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। নিজেরা ফুরফুরে মেজাজে থাকলেও ২০ বছররে খরা কাটাতে বিশ্বজুড়ে সমর্থকদের পাহাড় প্রমাণ চাপ কিন্তু রয়েছে। ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বলেছেন,"চাপ আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। ব্রাজিলের ফুটবল ইতিহাসে দীর্ঘ দিন ধরেই তা রয়েছে। উত্তরাধিকার সূত্রেই আমাদের উপরে চাপ এসে পড়ে। তাই এই নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা দরকার তাই করেছি।" তাদের দলের সঙ্গে অন্য কোনও দলের মিল খুঁজবেন না বলেও জানিয়েছেন ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য।
advertisement
advertisement
অপরদিকে, শক্তির বিচারে ব্রাজিলের তুলনায় অনেকটা পিছিয়ে সার্বিয়া। তবে লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ড্রাগান স্টোকোভিকের দল। বিশ্বকাপে নামার আগে শেষ ৬ ম্যাচে অপরাজিত সার্বিয়া। মূলত টিম গেম খেলেই তিতের দলকে টেক্কা দিতে চাইছেন সার্বিয়ার ফুটবলাররা।
advertisement
ব্রাজিলের সম্ভাব্য একাদশ- আলিসন, দানিলো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স স্যান্ড্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার, পাকপয়েতা, রাফিনা, রিচার্লসন।
সার্বিয়ার সম্ভাব্য একাদশ- ভি মিলিনকোভিচ, মিলেনকোভিচ, এস মিত্রোভিচ, পাভলোভিচ, জিভকোভিচ, গুদেজ, মিলিনকোভিচ স্যাভিচ, ট্যাডিচ, কস্টিচ, ভ্লাহোভিচ, ট্যাডিচ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সাম্বার ছন্দে অনুশীলন নেইমারদের, সার্বিয়ার বিরুদ্ধে নামার আগে বিন্দাস মুডে ব্রাজিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement