প্লেয়ারদের সঙ্গে নেচে সমালোচনার শিকার তিতে, পাল্টা দিলেন ব্রাজিল কোচও
- Published by:Sudip Paul
Last Updated:
৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। ম্যাচে গোলের পর ফুটবলারদের সঙ্গে নেচে নজর কাড়েন খোদ ব্রাজিল কোচ তিতেও।
#দোহা: বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ব্রাজিল। সাম্বার ঝড়ের কাছে খড়কুটোর মত উড়ে গিয়েছে কোরিয়া। ৪-১ গোলে ম্যাচ জিতে প্রতিোযগিতার কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে ৫ বারের বিশ্বজয়ীরা। ম্যাচ গোল করেছেন ভিনিসিয়ার জুনিয়র, নেইমার, রিচার্লসন, লুকাস পাকুয়েতা। ম্যাচে গোলের পর ফুটবলারদের সঙ্গে নেচে নজর কাড়েন খোদ ব্রাজিল কোচ তিতেও।
ম্যাচের প্রথমার্ধেই ৪টি গোল করে ফেলেছিল ব্রাজিল। ৭ মিনিটে ভিনিসিয়ার জুনিয়র, ১৩ মিনিটে নেইমার জুনিয়র, ২৯ মিনিটে রিচার্লসন ও ৩৬ মিনিটে লুকাস পাকুয়েতা গোল করেন। দলের তৃতীয় গোলের পর সাম্বার ছন্দে নাচে মেতে ওঠেন প্লেয়াররা। প্রথম দুই গোলের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু তৃতীয় গোলের পর ব্রাজিল ফুটবলাররা সঙ্গী করে নেন কোচ তিতেকে। তিনিও নেচে ওঠেন। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
Me plays Brazil coach not to dance in sportybet
Coach pic.twitter.com/vGBLZJ8hXl — Saint (@Saintudunze1) December 5, 2022
advertisement
প্লেয়ারদের সঙ্গে কোচের এমন সম্পর্ক দেখে খুশি অনেকেই। তবে অনেকে আবার সমালোচনাও করেছেন তিতের এই ভূমিকায়। সমালোচকদের মতে প্রতিপক্ষ দলকে ও তাদের কোচকে অসম্মান করতেই এমন আচরণ করেছেন তিতে। তবে ব্রাজিল কোচ জানিয়েছেন ম্যাচের আগে প্লেয়াররাআবদার করেছিল গোর করলে তাদের সঙ্গে নাচতে হবে, আমি সেই আবদার রেখেছি মাত্র। এতে কাউকে অসম্মান করার কিছু নেই।
advertisement
প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক রয় কিন, ব্রিটেনে এক সাক্ষাৎকারে, বলেছেন, "লোকেরা বলে এটা তাদের সংস্কৃতি। কিন্তু আমি মনে করি এটা সত্যিই প্রতিপক্ষকে অসম্মান করছে।" পাল্টা তিতে বলেন, "আমাকে খুব সাবধানে থাকতে হবে। এমন কিছু লোক আছে যারা এটি অসম্মানজনক বলবে। তবে প্লেয়াররা নিজেদের সেরাটা সবসময় দেয়। আমি যা বলি, তা মেনে চলে। তাই ওদের আবদার আমি ফেলতে পারিনি।" ব্রাজিল যে এবার চ্যাম্পিয়ন হবে সেই হুঙ্কারও ছেড়েছেন তিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 5:45 PM IST