ব্যর্থ বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন', ক্রোটদের বিরুদ্ধে ড্র করে বিদায় লুকাকুদের

Last Updated:

বিশ্বকাপ অভিযান শুরু করেছিব হট ফেভারিট হিসেবে। কিন্তু ফের আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থ বেলজিয়াম। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল রবের্তো মার্টিনেজের দল।

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: ইউরো কাপ থেকে বিশ্বকাপ। তারকাখোচিত দল নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার ব্যর্থ বেলজিয়াম। দেশের ফুটবল ইতিহাসে 'গোল্ডেন জেনারেশন' টিম বললেও সমর্থকদের ট্রফি জয়ের স্বাদ দিতে ব্যর্থ কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, কুর্তোয়ারা। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে প্রতিযোগিতা থেকে বিদায় নিল রবের্তো মার্টিনেজের দল।
বেলজিয়ামের কাছে এই ম্যাচ ছিল ডু অর ডাই। মরক্কো জিতলে ও ক্রোয়েশিয়া হারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল লুকা মদ্রিচদের। তাই এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। কিন্তু একাধিক আক্রমণ করলেও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। সমানে সমানে টক্কর হয় রবের্তো মার্টিনেজ ও জ্লাটকো ডালিচের দলের। একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে ফল যেতেই পারত বেলজিয়ামের দিকে। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্যভাবে শেষ হয় খেলা।
advertisement
প্রতিযোগিতায় সকলকে চমকে গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ১৬-য় পৌছাল মরক্কো। আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার পরের রাউন্ডে পৌছে গেল গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। শেষ ম্যাচ ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে শেষ করল বেলজিয়াম। আর খাতা না খুলেই এই গ্রুপ থেকে বেলজিয়ামের সঙ্গে বিদায় নিল কানাডা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যর্থ বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন', ক্রোটদের বিরুদ্ধে ড্র করে বিদায় লুকাকুদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement