এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? প্রথম ম্যাচের আগে 'বড় কথা' মেসির মুখে

Last Updated:

সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে নামার আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন লিওনেল মেসি।

লুসেইল স্টেডিয়াম: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই কাতার বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে মেসির আর্জেন্টিনা। সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী নীল-সাদা ব্রিগেড। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও সৌদি আরবকে যথেষ্ট সমীহ করছে আর্জেন্টিনা। ম্যাচের আগে ফুরফুরে মেজাজে মেসির দল। নিজের স্বপ্নপূরণের শেষ সুযোগ হিসেবে কাতার বিশ্বকাপকেই বেছে নিয়েছেন মেসি।
২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গিয়েছিল মেসির। ২০১৮ বিদায় নিতে হয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। ২০২২ বিশ্বকাপকে পাখির চোখ করে প্রস্তুতি সেরেছেন মেসি। এবার যে তার শেষ বিশ্বকাপ তা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে সেই কথা আবার জানালেন লিও। তিনি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।’ মেসিকে ট্রফি উপহার দিতে মরিয়া সকলেই। সেই জেদটাই সবথেকে বড় শক্তি এবারের আর্জেন্টিনার। কারণ সকলেই জানেন এবার না হলে নেভার।
advertisement
advertisement
তবে এবার যে তার দল ভালো ফুটবল খেলবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী মেসি। প্রথম ম্যাচ শুরুর ৫ মিনিট স্নায়ুর চাপ ধরে রাখা কঠিন হলেও তারপর থেকে যে আর্জেন্টিনা স্বাভাবিক ফুটবল খেলবে সেই কথাও জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘আশা করছি, এতদিন যেভাবে খেলে এসেছি, বিশ্বকাপেও সে ভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের খেলার ফলেও দেখা যাচ্ছে। বিশ্বকাপ প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। তবে আমরা আত্মবিশ্বাসী।'
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপেরর মঞ্চে নামার আগে এই দলটি টানা ৩৬ ম্যাচ অপরাজিত। যা শুধু আর্জেন্টিনা নয়, বিশ্ব ফুটবলে রেকর্ড। সেই ধারবাহিকতাই ধরে রেখে সৌদি আরবের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুই বারের বিশ্বজয়ীরা। প্রস্তুতি ম্যাচে আরব আমিরশাহীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে স্কালোনির ছেলেরা। দি মারিয়া, মেসি গোল পেয়েছিলেন।
advertisement
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার- নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, মিডফিল্ডার- রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, স্ট্রাইকার- লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? প্রথম ম্যাচের আগে 'বড় কথা' মেসির মুখে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement