দল জিতলেও বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড মেসির, কী করলেন আর্জেন্টাইন মহাতারকা
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করলেন ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ। তবে কাঁটা হয়ে থাকল মেসির পেনাল্টি মিস।
#স্টেডিয়াম ৯৭৪: প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে পরপর দু ম্যাচে জয়। মেক্সিকোর পর পোল্যান্ডকেও ২-০ গোলে হারিয়ে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো রাউন্ডে পৌছে গেল নীল-সাদা ব্রিগেড। পোলিশদের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করলেন ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ। দলের জয়ে খুশি থাকলেও একটু আক্ষেপ রয়ে গেল লিওনেল মেসির। কারণ ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বাড়ানো ক্রসে হেড করতে যান মেসি। পোলিশ গোলরক্ষকের সঙ্গে তার ধাক্কা লাগে। রেফারির ভার পদ্ধতির মাধ্যমে দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইম মহতারকা। দুরন্ত সেভ করেন পোল্যান্ডের গোলকিপার।
advertisement
advertisement
Lionel Messi is the first player in HISTORY to have 2 penalties saved in the World Cup 😱 pic.twitter.com/LcdbaVtco7
— ESPN FC (@ESPNFC) November 30, 2022
এই পেনাল্টি মিসের সৌজন্য লজ্জার লজ্জার রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেসি। কারণ তিনিই হলেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। এবার পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে অচাওযা রেকর্ডের মালিক হলেন লিও।
advertisement
প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ খোলে আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোল এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। তারপর আক্রমণের ঝড় বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গো করেন জুলিয়ান অ্যালভারেজ। এই জয়ের ফলে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2022 3:05 AM IST