মেসিকে আটকাতে তৈরি রণনীতি, আর্জেন্টিনা শিবিরে ভয় ধরালেন নেদারল্যান্ডস কোচ

Last Updated:

শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। জয় পেতে মরিয়া মেসিরা।

#দোহা: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে শেষবার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। টাই ব্রেকারে অরেঞ্জ আর্মিকে হারিয়ে ফাইনালে পৌছেছিল নীল-সাদা ব্রিগেড। এবার শেষ আটের লড়াই ডাচদের শক্তি যেখানে টিম গেম, সেখানে আর্জেন্টিনার আশা-ভরসার নাম সেই লিওনেল মেসি।
মেগা ম্যাচে নামার আগে এমনিতেই নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল পুরোনো শত্রুদের বিরুদ্ধে 'প্রতিশোধের' ডাক দিয়েছেন। আর ডাচ কোচ ভালো করেই জানেন আর্জেন্টিনাকে আটকে রাখতে হলে তার সবার প্রথমে মেসিকে আটকে রাখতে হবে। তাহলে সেখানেই অর্ধেকের বেশি ম্যাচ জেতা হয়ে যাব। আর ম্যাচর আগে কার্যত আর্জেন্টিনা শিবিরে কম্পন ধরানোর জন্য ঘোষণা করে দিলেন মেসিকে আটকানোর জন্য তৈর রণনীতি তৈরি।
advertisement
সাংবাদিক বৈঠকে মেসিক আটকাতে তার কী ছক তা জানতে চাওয়া হলে ভ্যান গাল সেভাবে মুখ খোলেননি। শুধু বলেছেন,'আমরা কোনও পরিকল্পনার কথা আগে থেকে জানাব না। সেটা করলে বোকামো হবে। কিন্তু মেসিকে আটকানো ততটাও কঠিন নয়। ওর পাস দেওয়ার জায়গা বন্ধ করে দিতে হবে। তা হলে ও আর দলকে খেলাতে পারবে না। এর থেকে বেশি কিছু বলব না।' ফলে মেসিকে রোখার পরিকল্পনা যে তার প্রস্তুত রয়েছে তা নেদারল্যান্ডস কোচের কথায় স্পষ্ট।
advertisement
advertisement
পাশাপাশি মেসির প্রশংসাও শোনা গিয়েছে লুই ভ্যান গালের গলায়। তিনি বলেছেন,‘মেসি যেমন মাঠের মধ্যে একাধিক সুযোগ তৈরি করতে পারেন, তেমনই সেই সুযোগকে কাজে লাগাতেও জানেন।’ ফলে এদিন মেসির বাঁ পায়ের ম্যাজিক না লুই ভ্যানগালের মগজাস্ত্র জেতে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসিকে আটকাতে তৈরি রণনীতি, আর্জেন্টিনা শিবিরে ভয় ধরালেন নেদারল্যান্ডস কোচ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement