রাতে মেসিদের ম্যাচ, তার আগে লুসেইল স্টেডিয়ামের বাইরে বিধ্বংসী আগুন
- Published by:Sudip Paul
Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হার। শনিবার মধ্যরাতে মেক্সিকোর বিরুদ্ধে প্রতিযোগিতার ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। ম্যাচের আগে লুসেইল স্টেডিয়ামের বাইরে আগুন।
#লুসেইল স্টেডিয়াম: কাতারের লুসেইল স্টেডিয়ামেই প্রথম ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সৌদি আরবের বিরুদ্ধে অঘটনের ম্যাচে ২-১ গোলে হারতে হয়েছিল লিওনেল মেসির দলকে। সেই লুসেইল স্টেডিয়ামেই এবার মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে নীল-সাদা ব্রিগেড। কিন্তু ম্যাচের আগে স্টেডিয়াম থেকে খানিক দূরে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ছড়াল চাঞ্চল্য।
জানা গিয়েছে লুসেইল শহরে একটি নির্মীয়মান বাড়িতে আগুন লাগে। যা লুসেইল স্টেডিয়াম থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে বিশ্বকাপের আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ থাকায় খানিকটা চাঞ্চল্য ছড়িয়ে পরে। যদিও ঘটনাস্থলে খবর পেয়েই পৌছে যায় দমকালের আধাকারিকরা। কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
সকাল ১০টা নাগাদ আগুন লাগে ওই নির্মীয়মান বাড়িতে। বিশেষত লুসাইল স্টেডিয়ামের থেকে কিছুটা দূরে তেকিয়াফানে সমর্থকদের থাকার জন্য ‘ফ্যান ভিলেজ’ রয়েছে। তার পিছন থেকে আগুন বেরোতে শুরু করায় অনেকেই ভেবেছিলেন, ফ্যান ভিলেজেই আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। পরে জানা যায় ফ্যানস ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেসির দলে হতে পারে আমুল পরিবর্তন, দেখে নিন মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দূর হয়। আগুন লাগার ঘটনায় কেউ মারা যাননি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। শুধু ওই বাড়িটির কিছু অংশ পুড়ে গিয়েছে। কিন্তু বিশ্বকাপের শহরে এমন ঘটনায় একটু হলেও চাপ বাড়ল প্রশাসনিক আধিকারিকদের উপর। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 8:47 PM IST