একশো শতাংশ এবার বিশ্বকাপ জিতবে মেসির আর্জেন্টিনা, দাবি ইব্রাহিমোভিচের
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। অপরদিকে ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে ফের আর্জেন্টিবাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ক্রোট শিবির। তার আগে কোন দল বিশ্বকাপ জিতবে তা নিয়ে নিজের মতামত জানালেন ইব্রা।
#দুবাই: মেসি ও বিশ্বজয়ের মাঝে বাকি মাত্র দুটি ম্যাচ। নিজের অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে আর কিছু সময় পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমি ফাইনালে নামবে মেসি ও তার দল আর্জেন্টিনা। লুকা মদ্রিচ ও লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু সেমি ফাইনালের মহারণের আগেই বড় দাবি করলেন সুইডেনের প্রাক্তন তারকা ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ। জানিয়ে দিলেন এবার বিশ্বকাপ উঠতে চলেছে মেসির হাতে।
বর্তমানে ইব্রা ক্লাব ফুটবল খেলেন এসি মিলানে। দুবাইতে ক্লাবের শীতকালীন প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার। সেখানেই সাংবাদিক বৈঠকে জ্লাটান ইব্রাহিমোভিচ বলেন,‘আমি মনে করি এটি ইতিমধ্যেই লেখা আছে কে জিতবে, এবং আপনি জানেন আমি কাকে বলতে চাইছি। আমি মনে করি মেসি ট্রফি তুলবেন, এটা আগেই লেখা আছে’। এছাড়া ইব্রা বলেছেন,'মেসি এ বার যে ছন্দে রয়েছে তাতে যে কোনও দলকে ও হারাতে পারে। সেটাই আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছে।'
advertisement
advertisement
প্রসঙ্গত, ক্রোটদের বিরুদ্ধেও দলের একমাত্র আশা ভরসার নাম মেসি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরের দিনও বিশ্রাম নেননি মেসি। মাঠে না নামলেও জিমে গা ঘামিয়েছেন। ম্যাচের আগের দিন অনুশীলনও খুবই শান্ত দেখিয়েছেন। আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন নীরবতা-স্তব্ধতা ঝড় ওঠার আগের পূর্বাভাস। কারণ সকলেই জানেন যতই বিপক্ষ দল তাকে একাধিক ম্যান মার্কিং করুক, তার খেলার জায়গা ছোট করে দিক, একটা ছোট্ট সুযোগে গোল করে বা একটা পাসেই ম্যাচের রং বদলে দিতে পারেন লিও। তাই ক্রোটদের বিরুদ্ধে সেই মেসি ম্যাজিকই ভরসা আর্জেন্টিনার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 10:58 PM IST