দালিচ না স্কালোনি, স্ট্র্যাটেজিতে কে করবে বাজিমাত, ম্যাচের আগে কী বলছেন দুই কোচ
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। অপরদিকে ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে ফের আর্জেন্টিবাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ক্রোট শিবির।
#দোহা: আজ বিশ্বকাপের প্রথম মেগা সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। একদিকে লাগাতার দ্বিতীয়বার ফাইনালে উঠতে মরিয়া লুকা মদ্রিচরা। অপরদিকে, গতবিশ্বকাপে ক্রোটদের বিরুদ্ধে লজ্জার হারের বদলা ও ২০১৪ -র পর আরও একবার ফাইনালে উঠতে বদ্ধপরিকর লিওনেল মেসির দল। লিওনেল মেসি ও লুকা মদ্রিচ দুই এলএম টেনের লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
তবে শুধু দুই মহাতারকার ফুটবল দ্বৈরথ নয়, মাঠের বাইরে দুই কোচের মগজাস্ত্রের দ্বৈরথে কে হাসে শেষ হাসি সেদিকেও নজর সকলের। প্রতি ম্যাচে দুই দলের কোচই নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসছেন, তবে বড় ম্যাচের অভিজ্ঞতার নিরিখে অনেকটা এগিয়ে ক্রোট কোচ দালিচ। আজ স্কালোনি কোন চমক দেন সেটাও দেখার। ম্যাচের আগে দুই কোচের কন্ঠেই প্রতিপক্ষের প্রতি সমীহ নিজের দলের প্রতি আত্মবিশ্বাসের সুর।
advertisement
গতবার ফাইনালে উঠলও ট্রফি অধরা থেকে গিয়েছিল ক্রোয়েশিয়ার। এবার কাপ জয়ই ক্রোট কোচ জ্লাতকো দালিচের লক্ষ্য। তার আগে আর্জেন্টিনা ম্যাচ জিতে তা স্মরণীয় করে রাখতে চানলুকা মদ্রিচদের হেডস্যার। ম্যাচের আগে দালিত বলেছেন,'গত বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে।'
advertisement
advertisement
হলুদ কার্ড দেখার কারণে সেমি ফাইনালে দলের রক্ষণের দুই প্রধান প্লেয়ার মার্কাস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়ালকে পাবে না আর্জেন্টিনা। আকুনার পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো একাদশে ঢুকবেন। পাশাপাশি দি মারিয়া ডাচদের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামলেও সেমিতে প্রথম থেকে দেখা যেতে পারে তাকে। স্কালোনি বলেছেন, 'রড্রিগো ডি পল ও ডি মারিয়া এখন ভালো আছে। ওরা দু'জনেই পুরো ফিট। তবে কে কত মিনিট মাঠে থাকবে কিংবা থাকবে কি না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
advertisement
ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ যে দুরন্ত ফর্মে রয়েছে তাকে ভেদ করাটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনেরইনে। জাপান ও ব্রাজিল ম্যাচে যেভাবে টাইব্রেকার বাঁচিয়েছেন লিভাকোভিচ তাতে স্কালোনি চাইবেন নির্ধারিত সময়েই খেলাটা শেষ করতে। নিজের রণনীতি নিয়ে কিছু না বললেও ম্যাচের আগে স্কালোনি বলেছেন,'আমাদের নিজস্ব কৌশল রয়েছে। কিছু সময় বিপক্ষ কেমন খেলছে তার উপরেও আমাদের খেলা নির্ভর করে। তবে আগের কৌশল আমরা বদলাব না।' এছাড়াও স্কালোনি বলেছেন 'গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 2:57 PM IST