হট ক্লিভেজে স্টেডিয়ামে তুলছেন উষ্ণতার ঝড়, এবার বড় অভিযোগ করলেন ক্রোট ফ্যান

Last Updated:
ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন জানাতে কাতারে উপস্থিত হয়েছেন ক্রোয়েশিয়ার হটেস্ট ফ্যান ইভানা নোল। নিজের রূপের আগুনে ঝড় তুলছেন স্টেডিয়ামে। এবার বড় অভিযোগ করলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া।
1/12
স্বল্প পোষাক, উন্মুক্ত ক্লিভেজে কাতার বিশ্বকাপে রূপের ঝড় তুলছেন ক্রোয়েশিয়ার সুপার হট অ্যান্ড সেক্সি ফ্যান ইভানা নোল।
স্বল্প পোষাক, উন্মুক্ত ক্লিভেজে কাতার বিশ্বকাপে রূপের ঝড় তুলছেন ক্রোয়েশিয়ার সুপার হট অ্যান্ড সেক্সি ফ্যান ইভানা নোল।
advertisement
2/12
লুকা মদ্রিচদের ফ্যান প্রাক্তন মিস ক্রোয়েশিয়া যেমন খুশি তেমন সাজছেন। ছোট পোষাকে ক্লিভেজকে রীতিমত কথা বলাচ্ছেন।
লুকা মদ্রিচদের ফ্যান প্রাক্তন মিস ক্রোয়েশিয়া যেমন খুশি তেমন সাজছেন। ছোট পোষাকে ক্লিভেজকে রীতিমত কথা বলাচ্ছেন।
advertisement
3/12
ক্রোয়েশিয়ার মডেল ইভানা নলকে নিয়ে শিরোনামে কাতার। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লাগছে।
ক্রোয়েশিয়ার মডেল ইভানা নলকে নিয়ে শিরোনামে কাতার। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লাগছে।
advertisement
4/12
এবার তাকে হেনস্থার অভিযোগ উঠল কাতার পুলিসের বিরুদ্ধে। তার পোষাকের জন্য তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মিস ক্রোয়েশিয়ার।
এবার তাকে হেনস্থার অভিযোগ উঠল কাতার পুলিসের বিরুদ্ধে। তার পোষাকের জন্য তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মিস ক্রোয়েশিয়ার।
advertisement
5/12
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচেও ইভানা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন ইভানা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচেও ইভানা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন ইভানা।
advertisement
6/12
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইভানা অভিযোগ করেছেন, আমার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি সমর্থকদের। নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছিলেন।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইভানা অভিযোগ করেছেন, আমার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি সমর্থকদের। নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছিলেন।
advertisement
7/12
রক্ষণশীল কাতারে বিশ্বকাপ নিয়ে নানা নিয়ম কানুন রয়েছে। ইভানাকে হেনস্থা করার ঘটনায় সরব হয়েছেন ক্রোয়েশিয়ার ফ্যানেরাও।
রক্ষণশীল কাতারে বিশ্বকাপ নিয়ে নানা নিয়ম কানুন রয়েছে। ইভানাকে হেনস্থা করার ঘটনায় সরব হয়েছেন ক্রোয়েশিয়ার ফ্যানেরাও।
advertisement
8/12
এমনকী তার খোলামেলা পোষাক নিয়েও নিরাপত্তারক্ষীরা আপত্তি জানায় বলে অভিযোগ ক্রোট ফ্যানের। কেন এমন দুর্ব্যবহার তা নিয়ে সরব হয়েছেন ইভানা।
এমনকী তার খোলামেলা পোষাক নিয়েও নিরাপত্তারক্ষীরা আপত্তি জানায় বলে অভিযোগ ক্রোট ফ্যানের। কেন এমন দুর্ব্যবহার তা নিয়ে সরব হয়েছেন ইভানা।
advertisement
9/12
২০১৪  ও ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সমর্থন জানাতে উপস্থিতি ছিলেন তিনি। ক্রোটরা তাকে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার' নামেই ডেকে থাকেন।
২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সমর্থন জানাতে উপস্থিতি ছিলেন তিনি। ক্রোটরা তাকে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার' নামেই ডেকে থাকেন।
advertisement
10/12
ইভানার বিকিন শুটের ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নাম মাত্র পোষাকে তার  বক্ষযুগল খুবই আবেদনময়ী। যা তার ফ্যান ও অনুরাগীরদের মনে ঝড় তোলে।
ইভানার বিকিন শুটের ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নাম মাত্র পোষাকে তার বক্ষযুগল খুবই আবেদনময়ী। যা তার ফ্যান ও অনুরাগীরদের মনে ঝড় তোলে।
advertisement
11/12
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইভানা নোল। নিজের একাধিক বিকিনি পরিহিত ছবি শেয়ার করে থাকেন তিনি। সেখানেও তার দেশের প্রতি ভালোবাসার ছাপ রাখেন ইভানা।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইভানা নোল। নিজের একাধিক বিকিনি পরিহিত ছবি শেয়ার করে থাকেন তিনি। সেখানেও তার দেশের প্রতি ভালোবাসার ছাপ রাখেন ইভানা।
advertisement
12/12
বুধবার আর্জেন্টিনার বিরুদ্ধেও ক্রোয়েশিয়ার সেমি ফাইনাল উপস্থিত থাকবেন ইভানা। তার দেশ এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেবিষয়ে আশাবাদী ইভানা।
বুধবার আর্জেন্টিনার বিরুদ্ধেও ক্রোয়েশিয়ার সেমি ফাইনাল উপস্থিত থাকবেন ইভানা। তার দেশ এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেবিষয়ে আশাবাদী ইভানা।
advertisement
advertisement
advertisement