হোম /খবর /খেলা /
আর্জেন্টিনার বিরুদ্ধে একাদশ নির্বাচনে চমক দিতে পারেন ক্রোট কোচ দালিচ

আর্জেন্টিনার বিরুদ্ধে দল নির্বাচনে চমক দিতে পারেন দালিচ, দেখে নিন ক্রোটদের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। অপরদিকে ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে ফের আর্জেন্টিবাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ক্রোট শিবির।

  • Share this:

#দোহা: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিেয়ে শেষ চারের টিকিট পাকা করে ক্রোয়েশিয়া। একসময় ম্যাচের অতিরিক্ত সময়ে গোল খেয়ে কেউ কল্পনাও করতে পারেনি সেখান থেকে ঘুড়ে দাঁড়াবে ক্রোটরা। কিন্তু গোল শোধ করা তারপর টাই ব্রেকারে ৫ বারের বিশ্বজয়ীদের বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় জ্লাতকো দালিচের দল। এবার সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার সামনে আরও এক লাতিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনা।

মেসিদের বিরুদ্ধে প্রথম একাদশ কেমন সাজাতে চলেছেন তা নিয়ে কৌতুহল রয়েছে ফুটবল প্রেমিদের মধ্যে। খুব একটা পরিবর্তন করার সম্ভাবনা এই ম্যাচে নেই বলেই মনে করছেন ফুটবল প্রেমিরা। শুধুমাত্র ব্রাজিল ম্যাচে প্রথম একাদশে ক্রোটদের প্রথম একাদশে ছিলেন পাসালিচ। তার জায়গাতেই পরিবর্ত হিসেবে নেমে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন পেতকোভিচ। সেই পেতকোভিচকেই এদিন প্রথম একাদশে রাখতে পারেন দালিচ।

এখনও পর্যন্ত সূত্র মারফত খবরে যে টুকু জানা যাচ্ছে তাতে আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম একাদশে গোলকিপার- লিভাকোভিচ, ডিফেন্স- জুরানোভিচ, লোভার্ন, গাভ্রাডিওল, সোসা, মিডফিল্ড- মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, স্ট্রাইকার- পেতকোভিচ, ক্রামারিচ, পেরিসিচ। আর মনে করা হচ্ছে ৪-৩-৩ এই ছকেই দল সাজাতে চলেছেন ক্রোটদের অভিজ্ঞ কোচ।

আরও পড়ুনঃ সেমি ফাইনালের আগেই আর্জেন্টিনা ফ্যানেদের মুখে চওড়া হাসি, চিন্তায় ঘুম উড়েছে ক্রোটদের

প্রসঙ্গত, গতবার ফাইনালে উঠলও ট্রফি অধরা থেকে গিয়েছিল ক্রোয়েশিয়ার। এবার কাপ জয়ই ক্রোট কোচ জ্লাতকো ডালিচের লক্ষ্য। তার আগে আর্জেন্টিনা ম্যাচ জিতে তা স্মরণীয় করে রাখতে চানলুকা মদ্রিচদের হেডস্যার। ম্যাচের আগে দালিচ বলেছেন,'গত বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে।'

Published by:Sudip Paul
First published:

Tags: Argentina, Croatia, Fifa world Cup 2022