মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্ত, নেট দুনিয়ায় ছাপিয়ে গেল সকল রেকর্ডকে

Last Updated:

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর মেসির শেয়ার করা ছবি গড়ল নয়া রেকর্ড।

#দোহা: লিওনেল মেসির হাতে সোনালী বিশ্বকাপটা দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। রবিবাসরীয় কাতারের লুসেইল স্টেডিয়ামের শ্বাসরুদ্ধকর ফাইনাল একপ্রকার থমকে দিয়েছিল বিশ্ব ব্রহ্মান্ডকে। অবশেষে টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ে বিশ্ব জুড়ে উৎসব। মাঠে বল পায়ে একাধিক নজির গড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নয়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি। তার বিশ্বকাপ জয়ের ইনস্টা পোস্ট ছাপিয়ে গেল সকল রেকর্ডকে।
বিশ্বকাপ জয়ের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লিওনেল মেসি। সেই কোনও প্লেয়ারের শেয়ার করা সবচেয়ে বেশি লাইক করা পোস্ট হয়ে গিয়েছে। যা ছাপিয়ে গিয়েছে বিশ্বকাপের আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি দাবা খেলার ছবির লাইকের সংখ্যাকে। এতদিন সেটিই সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট ছিল। যেই পোস্টে এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি লাইক পড়ে গিয়েছে।
advertisement
View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

advertisement
advertisement
পোস্টে মেসি লিখেছেন,'এই দিনটা,'এই মুহূর্তটার জন্য আমি বারবার স্বপ্ন দেখেছি। এখনও বিশ্বাস হচ্ছে না এটা বাস্তব। আমাদের ওপর যারা ভরসা রেখেছে, যারা সমর্থন করেছে, আমাদের পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সবার দলগত প্রচেষ্টায় বিশ্বকাপ জেতা সম্ভব হল, যা যে কোনও ব্যক্তি প্রচেষ্টার চেয়ে অনেক বড়। আমরা সব আর্জেন্টিনা বাসী একসঙ্গে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছি। একসঙ্গে দেখা স্বপ্নটা অনেক শক্তি পেয়েছে। আমরা আর্জেন্টিনিয়রা প্রমাণ করলাম, একসঙ্গে লড়লে সব কিছু সম্ভব।'
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্ত, নেট দুনিয়ায় ছাপিয়ে গেল সকল রেকর্ডকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement