দিয়াগো মারাদোনা হলেন লিওনেল মেসি! না সর্বকালের সেরার সেরা

Last Updated:

মারাদোনার ম্যাজিকাল স্কিল, সেই দৌড় সবকিছু থাকলেও শুধু একটা কারণেই দিয়াগো হয়ে উঠতে পারছিলেন না মেসি। ক্যাবিনেটে সব কিছুই ছিল লিওনেল মেসির। শুধু অভাব ছিল সোনলী বিশ্বকাপটার। ২০২২-এ হল সেই স্বপ্নপূরণ।

#দোহা: কেরিয়ার শুরু থেকেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হত আর্জেন্টিনার কিংবদন্তী দিয়াগো মারাদোনার। দীর্ঘ প্রায় দুই দশকের ফুটবল কেরিয়ারে মারাদোনার একাধিক রেকর্ড ভেঙেছেন। মারাদোনার ম্যাজিকাল স্কিল, সেই দৌড় সবকিছু থাকলেও সমালোচকদের মতে, শুধু একটা কারণেই দিয়াগো হয়ে উঠতে পারছিলেন না মেসি। ক্যাবিনেটে সব কিছুই ছিল লিওনেল মেসির। শুধু অভাব ছিল সোনলী বিশ্বকাপটার। ২০২২-এ হল সেই স্বপ্নপূরণ। মারাদোনাকে ছুঁলেন মেসি। দুই শতাব্দীর দুই কিংবদন্তী মিলে হল 'মেসিদোনা'।
১৯৮৬ সালে মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জয় নীল-সাদা ব্রিগেডের। ১৯৯৪ সালে মারাদোনা অধ্যায় শেষের পর আরও একটা মহাতারকার খোঁজ করছিল বিশ্ব জুড়ে আর্জেন্টাইন সমর্থকরা। স্বপ্ন তৃতীয়বার বিশ্বজয়। তারপর মাঝে কেটে যায় ১০ বছর। ২০০৪ সালে বার্সোলোনার জার্সিতে আবির্ভাব হয় এক বিস্ময় বালকের। তার পায়ের জাদু নাকি মারাদোনার মত। শারীরিক প্রতিবন্ধকাতে জয় করে নাকি ওই শান্ত দুই চোখে রয়েছে বিশ্ব জয় করার জেদ। তারপরেরটা ইতিহাস।
advertisement
advertisement
মাঝে দুটি বছর বার্সার জার্সিতে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন মেসি। মেসির স্কিলের 'এলএম' দেখে রোনাল্ডিনহো বলেছিলেন ফুটবল শিল্পের আগামির ব্যাটন মেসির হাতেই থাকবে। তবে দেশের জার্সিতে তখনও ম্যাজিক দেখানো বাকি তার। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মেসি। পরিবর্ত হিসেবে মাঠে নামলেও ঝাকরা চুলের ওই তরুণ ঝলকেই বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ফুটবলকে শাসন করতে আবির্ভাব হয়ে গিয়েছে নতুন মহাতারকার।
advertisement
ব্যর্থতা-সাফল্য, লড়াই, হার না মানা জেদ এইভাবেই চলতে থাকে মেসির ফুটবল যাত্রা। ২০১৪ সালে ফাইনালে উঠলেও ট্রফি ও ঠোটের মধ্যে তফাৎটা থেকেই গিয়েছিল মেসির। ক্লাব ফুটবলে সবকিছুই প্রাপ্তি হয়ে গিয়েছিল তার। দেশের জার্সিতে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনার আন্তর্জাতিক ট্রফি জয়ের খরাও কাটে মেসির হাত ধরেই। তারপর ফিনালিসামা জয়। শুধু বাকি ছিল মেসির মারাদোনা হয়ে ওঠার।
advertisement
মারাদোনা যাকে নিজের যোগ্য উত্তরসূরী বলেছিলেন সেই মেসি দিয়াগো হয়ে উঠলেন ২০২২ বিশ্বকাপে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসির হাত ধরেই এল তৃতীয় বিশ্বকাপ। ফাইনালে জোড়া গোল করলেন। বিশ্বকাপের ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে জোড়া সোনার বল জিতলেন, এক বিশ্বকাপে প্রথম প্লেয়ার হিসেবে ৫টি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন। মেসির ক্যাবিনেটে ট্রফির সম্ভার যা কারও নেই। অধিনায়ক হিসেবে পরপর তিনটি আন্তর্জাতিক ট্রফি জয়ের হ্যাটট্রিক। ফলে শুধুই কী মারাদোনা হয়ে উঠলেন মেসি? পরিসংখ্যান ও সাফল্যের বিচারে সর্বকালের সেরা বললেও খুব একটা ভুল হবে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিয়াগো মারাদোনা হলেন লিওনেল মেসি! না সর্বকালের সেরার সেরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement