মেসিকে ব্যাঙ্গ ও কু-কথা! ব্যাপক সংঘর্ষ আর্জেন্টিনা ও মেক্সিকো সমর্থকদের, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
আগামি ২৭ তারিখ ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। তার আগে মাঠের বাইরে ব্যাপক মারামারি দুই দেশের সমর্থকদের।
#দোহা: সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। মেসির দলের পরবর্তী দুটি ম্যাচ কার্যত ডু অর ডাই। এই পরিস্থিতি আগামি ২৭ তারিখ ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে নীল-সাদা ব্রিগেড। গ্রুপ সি-তে মেক্সিকো তাদের প্রথম ম্যাচ ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। ফলে জয় দরকার ওচোয়াদেরও।
মাঠে মেসি ও ওচোয়াদের মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরে সম্মুখ সমরে দুই দলের সমর্থকরা। সংঘর্ষে জড়িয়ে পড়ল আর্জেন্টিনা এবং মেক্সিকোর ফ্যানেরা। একে অপরের চড়াও হয় বেশ কিছি উন্মত্ত সমর্থক। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। সেখানে পরিষ্কার দেখা যায় ব্যাপক মারামারি। ঘটনায় দুই দেশেরই বেশ কিছু সমর্থক আহত হয়েছেন।
advertisement
💥SE ARMA LA BATALLA CAMPAL 🥊MEXICANOS🇲🇽 CONTRA ARGENTINOS🇦🇷 A unos cuantos días del partido de México 🇲🇽 vs Argentina 🇦🇷 los ánimos ya se comienzan a calentar...🔥 pic.twitter.com/bI8hwOPH6B
— Omar Niño Noticias (@OmarNNoticias) November 23, 2022
advertisement
রিপোর্ট অনুযায়ী, মেক্সিকান সমর্থকরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ব্যঙ্গ করছেন ও কু-কথা বলে। অন্যদিকে আর্জেন্টাইনরাও ছেড়ে কথা বলেননি। দোহার আল বিদ্দা পার্কে এই সংঘর্ষ বাঁধে। ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই দেশের সমর্থক একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছেন। লাথি, ঘুষি সবই চলছে। আশে পাশে সেভাবে পুলিস দেখা যায়নি। পরে আহতদের প্রাথমিক চিকৎসা করেন ফুটবল ফ্যানেরাই।
advertisement
প্রসঙ্গত, ২৭ তারিখ ম্যাচ থেকে তার দল যে ঘুড়ে দাঁড়াবে, আসল আর্জেন্টিনাকে দেখা যাবে সেই কথা জানিয়েছেন লিওনেল মেসি। মারাদোনার প্রয়াণ দিবসেও দলকে পেপ টক দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রস্তুতিতেও কোনও খামতি রাখছেন না স্কালোনি। মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার জয় দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা সমর্থকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 8:38 PM IST