৯৯৯৯ রানে থেমে গেলেন ধোনি, বিরাটের উপর ক্ষেপে লাল ফ্যানরা !
Last Updated:
#তিরুঅনন্তপুরম: একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয়ে গিয়েছে বিরাট কোহলির ৷ একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েই চলেছেন ভারত অধিনায়ক ৷ কিন্তু অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, বর্তমানে তিনি অফ-ফর্মে রয়েছেন, তাই বলে তাঁকে ভুলে গেলে হবে না ৷ বরং অল্পের জন্য একটা রেকর্ড হাতছাড়া হল এমএসডি-র ৷ আর এর জন্য এখন ধোনি ফ্যানদের চক্ষুশূল কিং কোহলিও ৷
১০,১৭৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু তার মধ্যে ১৭৪ রান ধোনি করেছেন এশিয়া একাদশের হয়ে। অর্থাৎ একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে ধোনির রান ৯৯৯৯। এবছরই ১০ হাজার রান পূর্ণ করার সুযোগ ধোনির কাছেও ছিল ৷ কিন্তু সেটা আর হল না ৷ কারণ এবছর আর কোনও ওয়ান ডে ম্যাচ নেই ভারতের ৷ অর্থাৎ দেশের জার্সিতে ১০,০০০ রানের গণ্ডি পেরোতে ধোনিকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত ৷
advertisement
advertisement
এটা হত না , যদি একটু বুদ্ধি করে তিরুঅনন্তপুরমে ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনতেন কোহলি এবং টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষ করে ধাওয়ান আউট হওয়ার পর ধোনিকেই তিন নম্বরে নামানো উচিৎ ছিল বলে মনে করছেন সমর্থকরা ৷ তাহলে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া এবছরই হয়ে যেত মাহির ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2018 7:45 PM IST