Ajay Devgan : ভারতের নামে কুকথা বলা আফ্রিদির সঙ্গে হেসে-হেসে আড্ডা! অজয় দেবগণের ভাইরাল ছবি কি আসল?

Last Updated:

Shahid Afridi-Ajay Devgan- আসন্ন সিনেমা ‘সন অব সারদার ২’ নিয়ে আলোচনায় থাকা অভিনেতা অজয় দেবগন হঠাৎ করেই আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছেন! তবে এবার কারণ সিনেমা নয়, বরং একটি ভাইরাল হওয়া ছবি।

News18
News18
মুম্বই : আসন্ন সিনেমা ‘সন অব সারদার ২’ নিয়ে আলোচনায় থাকা অভিনেতা অজয় দেবগন হঠাৎ করেই আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছেন! তবে এবার কারণ সিনেমা নয়, বরং একটি ভাইরাল হওয়া ছবি।
এই ছবির কারণে নেটিজেনরা (সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী) অজয় দেবগনকে তীব্র সমালোচনার মুখে ফেলেছেন। অনেকেই বলছেন, “অজয় দেবগন এখন টাকার জন্য যে কোনও কাজ করতে পারেন”। যদিও এখনও পর্যন্ত অজয় দেবগন বা তাঁর টিমের পক্ষ থেকে এই ট্রোলিং নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- স্বামী কোটি-কোটিপতি, স্ত্রী সাংসদ, হাঁটু পর্যন্ত সালোয়ারের প্যান্ট গুটিয়ে ক্ষেতে কাজ …
বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেট লিগ চলছে।  রবিবার এই লিগে ভারত ও পাকিস্তানের মধ্যে
advertisement
advertisement
একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হয়েছে। আর তাই ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এই ম্যাচ খেলতে চাননি।
এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগণের হাসিমুখে কথা বলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবি প্রকাশ্যে আসার পর অজয় দেবগণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কটাক্ষের মুখে পড়েছেন। এই ছবিটি সামনে আসার পরেই অনেকেই অজয় দেবগনকে দেশবিরোধী বলেও ডেকে বসেছেন।
advertisement
একজন ব্যবহারকারী এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “এই সেলেব্রিটিরা দেশপ্রেম শুধুমাত্র পিআর (জনসংযোগ) এর জন্য করে। নয়তো ওরা টাকা পয়সার জন্য যে কোনও কাজ করতে পারে।” ছবিটি অবশ্য সাম্প্রতিক নয়। বরং গত বছরের লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপের সময়ের ছবি। ২০২৪-এ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
সেই সময় এজবাস্টনে অজয় দেবগণ ও শাহিদ আফ্রিদি এই ছবি তুলেছিলেন। বর্তমানে উত্তপ্ত সময়ে হঠাৎ করে সেই ছবি ভাইরাল হয়েছে। আর অনেকেই আসল সত্যইটা না জেনেই বলি তারকার উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন।
advertisement
উল্লেখ্য, ২৬ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের খেলোয়াড় ও সেখানে থাকা শিল্পীদের নিয়ে ভারতের মানুষ মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাই যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা হয়, তখন দর্শকরা এই ম্যাচে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের সমালোচনা শুরু করে দিয়েছিলেন।
এর পর শিখর ধাওয়ান, হারভজন সিং, ইরফান পাঠান, এবং ইউসুফ পাঠান-সহ অনেক ভারতীয় খেলোয়াড় ম্যাচ খেলবেন না বলে ঘোষণা করে দেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Ajay Devgan : ভারতের নামে কুকথা বলা আফ্রিদির সঙ্গে হেসে-হেসে আড্ডা! অজয় দেবগণের ভাইরাল ছবি কি আসল?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement