Exclusive || Titas Sadhu Mother: '৯ মাস বাদে বাড়ি ফিরবে তো মেয়ে...?' পথ চেয়ে অপেক্ষায় বাংলার 'বিশ্বকাপ সেরা' তিতাসের মা

Last Updated:

Exclusive || Women's T20 World Cup 2023 Final: মা হিসেবে আজ কী বার্তা দেবেন মেয়েকে? উত্তরে আজকের বিশ্বজয়ের অন্যতম কান্ডারী, 'চুঁচুড়া এক্সপ্রেস' তিতাসের মা বলেন, 'আমি সবসময়ই ওকে যেটা বলি আজও তাই বলব। এটা একটা রাস্তা... একটা জার্নি। গন্তব্য নয়। যেটা করতে চাইছ, সেখানে সেরাটুকু দেওয়ার চেষ্টা করে এগিয়ে যাও।'

তিতাসের কৃতিত্বে গর্বিত মা ভ্রমর মল্লিক!
তিতাসের কৃতিত্বে গর্বিত মা ভ্রমর মল্লিক!
কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে বাংলার তিতাস সাধু। বিশ্বকাপ ফাইনালে এই প্রথম কোনও বাঙালি সেরা। একে বাঙালি তার উপর চুঁচুড়ার মেয়ে, তিতাসের এই প্রাপ্তি ছুঁয়ে গিয়েছে আম বাংলার মন। রবিবারের সন্ধ্যার সুখবর মাতিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমী বাঙালিকে। মেয়ের এই জয়ে কী বললেন তিতাসের মা? কতটা খুশি? কী বার্তা দিতে চাইছেন মেয়েকে এই বিশেষ মুহূর্তে? যাবতীয় জানালেন নিউজ 18 বাংলা ডিজিটালকে।
মেয়ের প্রাপ্তিতে এককথায় খুশি মা ভ্রমর মল্লিক। বললেন, 'আজ প্রায় ৯ মাস বাড়ির বাইরে তিতাস। বিশ্বকাপের জন্য তৈরি হতে হচ্ছিল তিতাসদের। চলছিল কঠোর অনুশীলন। এখন শুধু এটাই ভাবছি ও কবে বাড়ি ফিরবে। কত তাড়াতাড়ি মেয়েকে আবার একটু কাছে পাব।' তবে শুধু তিতাস নয় গোটা ভারতীয় দলকেই অভিনন্দন জানালেন ভ্রমর। মেয়েদের ফিল্ডিং থেকে বোলিং-এর প্রশংসা করলেন পঞ্চমুখে।
advertisement
মায়ের সঙ্গে তিতাস সাধু! মায়ের সঙ্গে তিতাস সাধু!
advertisement
পারিবারিক ব্যবসায় ব্যস্ততার মাঝেই মেয়ের খেলা নিয়ে আবেগে কোনও খামতি নেই তাঁর। বললেন, "যখনই মেয়ে খেলে আমরা খুব উদগ্রীব হয়ে থাকি দেখতে কেমন খেলছে। কতটা পারছে নিজের বেস্ট-টুকু দিতে। তবে শুধু তিতাস নয় প্রতিটি মেয়ের পারফরম্যান্সই ছিল দেখার মতো। ফলাফল কী হতে চলেছে তা বেশ বোঝা যাচ্ছিল খেলার শুরু থেকেই।"
advertisement
"গত ন'মাস ধরে এই বাচ্চাগুলোকে দেখেছি বার বার। যখনই দেখা করতে গিয়েছি ওরা আমায় মুগ্ধ করেছে। ওদের প্রত্যেকের এনার্জি লেভেল চোখে পড়ার মতো ছিল। প্রত্যেকেই লক্ষ্যে স্থির ছিল। সুন্দর খেলেছে। আর সবাই মিলে দুর্দান্ত একটা 'টিম এফোর্ট' দেখিয়েছে, যা অসাধারণ।"
advertisement
মা হিসেবে আজ কী বার্তা দেবেন মেয়েকে? উত্তরে আজকের বিশ্বজয়ের অন্যতম কান্ডারী, 'চুঁচুড়া এক্সপ্রেস' তিতাসের মা বলেন, "আমি সবসময়ই ওকে যেটা বলি আজও তাই বলব। এটা একটা রাস্তা... একটা জার্নি। গন্তব্য নয়। যেটা করতে চাইছ, সেখানে সেরাটুকু দেওয়ার চেষ্টা করে এগিয়ে যাও। সবে একটা যাত্রা শুরু হয়েছে। আরও ভাল খেলতে হবে। আমাদের দেশে লিঙ্গ বৈষম্য এখনও অনেক বেশি। তাই এমনভাবে ও যেন নিজের এই জার্নিতে এগোয়, যাতে একই ক্ষেত্রে একজন সফল পুরুষের থেকে কোনও জায়গায় পিছিয়ে না থাকে। ওর প্রত্যেক খেলা নিয়েই আমরা এতটাই আবেগপ্রবণ থাকি। তবে বিশ্বকাপ ফাইনাল বলে এবার তার মাত্রাটা কিছুটা অবশ্যই বেশি ছিল। মেয়েকে লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে দেখতে চাই আগামী দিনেও।"
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Exclusive || Titas Sadhu Mother: '৯ মাস বাদে বাড়ি ফিরবে তো মেয়ে...?' পথ চেয়ে অপেক্ষায় বাংলার 'বিশ্বকাপ সেরা' তিতাসের মা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement