Manoj Tiwary: অবসর ভেঙে ফিরলেন, সেই দিনই জানিয়ে দিলেন আর কত দিন খেলবেন ক্রিকেট, এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Manoj Tiwary: কেন হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন? কেনই বা হঠাৎ ফিরে আসার সিদ্ধান্ত নিলেন বাংলাকে গত মরশুমেও রঞ্জি ফাইনালে তোলা অধিনায়ক তা নিয়ে ধন্দে ছিল। অবশেষে সব বিষয় নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি।
কলকাতা: গত বৃহস্পতিবার আচমকা ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। যেই সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু মঙ্গলবার হঠাৎই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানান মনোজ তিওয়ারি। কেন হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন? কেনই বা হঠাৎ ফিরে আসার সিদ্ধান্ত নিলেন বাংলাকে গত মরশুমেও রঞ্জি ফাইনালে তোলা অধিনায়ক তা নিয়ে ধন্দে ছিল। অবশেষে সব বিষয় নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি।
অবসর নেওয়ার পরেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মনোজ। ফোন বন্ধ ছিল। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে অবসর সিদ্ধান্ত পরিবর্তন করার পরেই প্রথম News18 বাংলায় প্রতিক্রিয়া দেন মনোজ তিওয়ারি। একইসঙ্গে জানিয়েও দিলেন আর কতদিন ক্রিকেট খেলবেন তিনি। মনোজ তিওয়ারি বলেন,”আবেগে পোস্ট করে রিটারমেন্ট ঘোষণা করেছিলাম। পরে বউ এবং সিএবি সভাপতি অনেক বুঝিয়েছিলেন। বাংলা স্বার্থ তাই সিদ্ধান্ত বদল করে এক বছর খেলব বলে ঠিক করলাম”।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সিতে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। করেছেন ২৮৭ রান করেছেন। দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৫ রান। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ হাজারের উপর রান। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। অবসর ভেঙে মনোজের ফের ক্রিকেটে ফেরার খবরে খুশি বাংলার ক্রিকেট মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 7:27 PM IST