#নয়াদিল্লি: "ভারত সব সময় শক্তিশালী দল। বিশ্বকাপের আসরে ট্রফি জয়ের সম্ভাবনা সবসময়ই থাকে ভারতের। তবে আরও বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে দলগুলোর মধ্যে অল্প বিস্তর ফারাক। টি-টোয়েন্টিতে আলাদা করে কিছু ভবিষ্যৎ বাণী করা যায় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup India Vs Pakistan) ভারতের পারফরম্যান্স নিয়ে অকপট বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly)। দুবাই যাওয়ার আগে নিউজ 18 বাংলা-কে একান্ত সাক্ষাৎকার দেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই সময় চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স থেকে দল গঠন নিয়ে অকপট উত্তর দেন মহারাজ। হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও সৌরভ সেই সময় জানিয়ে দেন, "বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। সেরা দলই বাছাই করেছেন নির্বাচকরা।"
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের জমানায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ভারতের হাইভোল্টেজ ম্যাচে মাঠে উপস্থিত থাকছেন সৌরভ। মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে রয়েছে ভারত। তাই ম্যাচ উপভোগ করার পাশাপাশি আয়োজকের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে সদাব্যস্ত মহারাজ।
আরও পড়ুন: ধোনির জন্যই পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত! Exclusive সাক্ষাৎকারে আসিফ ইকবাল
এদিকে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মরুদেশে বিশ্বকাপ অভিযানে নামছে ভারত-পাকিস্তান। ৮৬০ দিন পর ২২ গজে ফের ভারত-পাক যুদ্ধ। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আসরে এক ডজন বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫-০ রেকর্ড আর একদিনের বিশ্বকাপে ৭-০ ব্যবধান।
শেষবার সাক্ষাতে একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তাই এবার ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নয়া ইতিহাস লেখা হবে, তা সময় উত্তর দেবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বেশিরভাগ প্রাক্তনরাই মনে করছেন অ্যাডভান্টেজ বিরাট বাহিনী। ম্যাচ উইনারের সংখ্যা টিম ইন্ডিয়া বেশি। তবে যে কোন সময় অঘটন ঘটাতে পারে পাকিস্তান। সেই সাবধানবাণীও থাকছে ভারতীয় দলের সামনে।
আরও পড়ুন: এদিকে ধোনি, ওদিকে ইমরান! ভারতকে হারাতে এবার বড় ভূমিকায় খানসাহেব
মহারণে নামার আগে ভারত অধিনায়ক বিরাট জানিয়েছেন, "ভারত ভালো দল। দলে ভারসাম্য আছে। ভালোমতো প্রস্তুত হয়েছে। এখন শুধু নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার এবং মাঠে গিয়ে পরিকল্পনাগুলি বাস্তবায়নের পালা।” অন্যদিকে ম্যাচের একদিন আগেই ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ম্যাচের আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাবর আজম। পাক অধিনায়ক জানিয়েছেন “বড় প্রতিযোগিতায় সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। দল হিসেবে পাকিস্তান যথেষ্ট আত্মবিশ্বাসী। অতীতে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। পাকিস্তান চ্যালেঞ্জ নিচ্ছে। রবিবার বিরাটদের পাকিস্তান হারাবেই।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।