Samar Banerjee passes away: ৯২ বছরে প্রয়াত অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া ময়দানে

Last Updated:

Samar Banerjee passes away: গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বদ্রু ৷ এদিন গভীর রাতে মৃত্যুর খবর পাওয়া যায় প্রাক্তন অলিম্পিয়ানের ৷

প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়
প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়
কলকাতা: চলতি বছরের শুরুতেই সুভাষ ভৌমিককে হারিয়েছে ময়দান। তার পর সুরজিৎ সেনগুপ্তকেও হারাতে হয়েছে। এই শোক ভোলার আগেই ফের শোক সংবাদ ৷ প্রয়াত প্রাক্তন ফুটবলার, অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আবার ময়দানে বেশি পরিচিত বদ্রু বন্দ্যোপাধ্যায় নামেই। গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায় ৷ এদিন গভীর রাতে মৃত্যুর খবর পাওয়া যায় প্রাক্তন অলিম্পিয়ানের ৷ হাসপাতাল সূত্রে খবর, রাত ২.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমর বন্দ্যোপাধ্যায় ৷
ময়দানে বদ্রু নামেই বেশি পরিচিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায় ৷ ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দলকে। মোহনবাগানে খেলেছেন ১৯৫২-১৯৫৯। তাঁর মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া ময়দানে ৷ অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Samar Banerjee passes away: ৯২ বছরে প্রয়াত অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া ময়দানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement