মাত্র ৪৬-এ সব শেষ, সন্দেহজনক মৃত্যু কিংবদন্তি খেলোয়াড়ের, মেঝেতে পড়ে দেহ!

Last Updated:

ex hockey player rajiv mishra: বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসছিল। প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

বেনারস: মাত্র ৪৬ বছর বয়সেই সব শেষ। ভারতীয় জুনিয়র হকি দলের প্রাক্তন খেলোয়াড় রাজীব কুমার মিশ্র প্রয়াত। তাঁর এমন অকাল মৃত্যু ক্রীড়াজগতে শোকের ছায়া ফেলেছে।
বারাণসীর সারসাউলি এলাকায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। স্ত্রী এবং দুই সন্তান রেখে গেলেন তিনি। ঘরের মেঝেতে তাঁর দেহ পড়ে ছিল। পড়শি ও আত্মীয়দের অনেকেই তাঁর মৃত্যু সন্দেহজনক বলে দাবি করতে শুরু করেছেন।
কিছুদিন আগেই রাজীব মারা গিয়েছিলেন। তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। তাঁর স্ত্রী ও সন্তানরা লখনউতে থাকেন। রেলের লখনউ ডিভিশনে চিফ টিকিট ইন্সপেক্টর (সিআইটি) পদে চাকরি করতেন কিনি। রেলের চাকরির জন্যই তিনি বারাণসীতে একা থাকতেন।
advertisement
advertisement
লন্ডনে জুনিয়র বিশ্বকাপ ১৯৯৭-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। জুনিয়র হকিতে তিনি একরকম কিংবদন্তি হয়ে উঠেছিলেন। রাজীব লাইমলাইটে আসেন বিশ্বকাপের পরই। ভারতীয় হকির পরবর্তী বড় তারকা হিসাবে বিবেচিত হতে শুরু করেন তিনি।
আরও পড়ুন- Lionel Messi: জন্মদিনে বিস্ফোরক লিওনেল মেসি! জানালেন পিএসজি ছাড়ার আসল কারণ
বিহারের হাজিপুরের লিলুদাবাইত গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ১৯৯৭ সালের জুনিয়র বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখনও অনেকেরই মনে আছে। সেই বিশ্বকাপের পর তাঁর ফ্যান ফলোয়িং ব্যাপকভাবে বেড়ে যায়। কোঁকড়ানো লম্বা চুলের জন্যও তিনি যেন আলাদা পরিচিতি পেয়েছিলেন ক্রীড়জগতে।
advertisement
তাঁর মৃত্যুতে হকি বিশ্ব গভীরভাবে শোকাহত। অলিম্পিয়ান এবং হকি ইন্ডিয়ার সভাপতি ড. দিলীপ কুমার তিরকে সোশ্যাল মিডিয়ায় রাজীব কুমার মিশ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷
তিনি প্রাক্তন খেলোয়াড়ের তিনটি ছবি শেয়ার করেছেন। টুইট করেছেন- “প্রতিভাবান প্রাক্তন জুনিয়র আন্তর্জাতিক হকি খেলোয়াড় রাজীব মিশ্রের অকাল মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে শোকাহত। খেলার প্রতি ওর আবেগ অনুপ্রেরণা দিয়েছে অনেক মানুষকে। ওর পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র হকি সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
advertisement
জুনিয়র বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত ২-৩ গোলে হেরেছিল। কিন্তু রাজীব ছয় গোল করে টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেছিলেন।
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ৪৬-এ সব শেষ, সন্দেহজনক মৃত্যু কিংবদন্তি খেলোয়াড়ের, মেঝেতে পড়ে দেহ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement