Euro 2024 Final England vs Spain: একটি চালেই ফের সেমিতেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন! টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Euro 2024 Final England vs Spain: আরও একবার শেষ চারেই এসে থামল ডাচদের দৌড়। ডর্টমুন্ডে টানটান সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে স্পেনের বিরুদ্ধে ফাইনালে পৌছল হ্যারিকেনরা।
ডর্টমুন্ড: ইউরো ২০২৪-এর ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিল ইংল্যান্ড। আরও একনবার শেষ চারেই এসে থামল ডাচদের দৌড়। ডর্টমুন্ডে টানটান সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে স্পেনের বিরুদ্ধে ফাইনালে পৌছল হ্যারিকেনরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক ওলি ওয়াটকিনস। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ব্রিটিশ লায়ন্সরা।
এদিন ডর্টমুন্ডে মেগা সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে, একটু দীর গতির ফুটবল খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল গ্যারেথ সাউথগেটের দল। অপরদিকে, শুরু থেকেই আক্রমণের ঝড় তোলার চেষ্টা করে ডাচরা। যার সুবাদে ম্যচের প্রথম সাত মিনিটেই গোলের মুখ খুলে ফেলে নেদারল্যান্ডস। জাভি সিমন্স কার্যত একক দক্ষতায় গোল করে এগিয়ে দেন দলকে।
advertisement
যদিও ম্যাচে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টে থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেন। সাকার শট ডাচ রক্ষণে প্রতিহত হয়ে গিয়ে পড়ে হ্যারি কেনের সামনে। ফের শট নেন ইংরেজ অধিনায়ক। সেই বল ট্যাকেল করতে গিয়ে লক্সে ফাউল করে বসেন ডেঞ্জিল ডামফ্রিস। ভার-এর সাহায্য়ে পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি। গোল করতে ভুল করেননি হ্যারি।
advertisement
advertisement
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে দুই দল অনেকটা নির্বিষ ফুটবল খেলছিল। তবে বাজিমাত করে যান ইংল্যান্ড কোচ সাউথগেট। তাঁর দুটি চালেই ফাইনালের দরজা খুলে যায় ইংল্যান্ডের জন্য। হ্যারি কেন ও ফিল ফডেনের মত তারকাকে তুলে নিয়ে নামান অলি ওয়াটকিন্স ও কোল পামারকে। ব্যাস সেখান থেকেই ফের ছন্দে ফিরতে থাকে ব্রিটিশরা। ম্যাচের ৯০ মিনিটে ওয়াটকিন্সের গোলেই জয় পায় ইংল্যান্ড।
advertisement
প্রসঙ্গত, গতবারও ইউরো ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ফাইনালে হারতে হয়েছিল ইতালির বিরুদ্ধে। ইউরো জয়ের স্বাদ এখনও জোটেনে ব্রিটিশ লায়ন্সদের ভাগ্যে। একইসঙ্গে ১৯৬৬ সালের বিশ্বকাপ জেতার পর এখনও আন্তর্জাতিক ট্রফির খরা অব্যাহত ইংল্যান্ডের। এবার সেই খরা কাটাতে মরিয়া সাউথগেট বাহিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 9:30 AM IST