কার্ড সমস্যায় নেই কার্ভালহো, বেলকে থামাতে প্রস্তুত রোনাল্ডো বাহিনী
Last Updated:
নির্ধারিত সময়ে কোনও ম্যাচ না জিতেও ইউরোর শেষ চারে পর্তুগাল। সান্তিয়াগোর সতীর্থ লিয়ঁতে প্রতিপক্ষ। সামনে এবার বেলের ওয়েলস।
#লিয়ঁ: নির্ধারিত সময়ে কোনও ম্যাচ না জিতেও ইউরোর শেষ চারে পর্তুগাল। সান্তিয়াগোর সতীর্থ লিয়ঁতে প্রতিপক্ষ। সামনে এবার বেলের ওয়েলস। ট্রফির খোঁজে রোনাল্ডো-রেনাতোরা।
২০০৪-র ইউরো ফাইনাল ছাড়া তো সবটাই শূন্য। রোনাল্ডো তখনও সিআর সেভেন হননি। স্কোলারি ও ফিগোর ছায়ায় বেড়ে উঠছেন মাত্র। সিআর সেভেন ব্র্যান্ডনেম হওয়ার পর দেশকে মেজর টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছে দেননি পর্তুগিজ। চ্যাম্পিয়নশিপ থেকে দুই ম্যাচে দূরে দাঁড়িয়ে ইউরোয় ট্রফি দেখছেন সিআর সেভেন। লিয়ঁর পার্ক অলিম্পিকে এবার প্রতিপক্ষ বেলের ওয়েলস।
পরিসংখ্যানের হিসেবেই শুধু নয়, ধারে-ভারে এগিয়ে থেকেই লিয়ঁতে নামবে টিম পর্তুগাল। কার্ড সমস্যায় থাকছে না উইলিয়াম কার্ভালহো। চেনা ফর্মের ধারেপাশে নেই সিআর সেভেনও। তবে এত কিছুর মধ্যেও ডিফেন্সে পেপে, মাঝমাঠে রেনাতো স্যাঞ্চেজ ও আপফ্রন্টে নানির ফর্ম ভরসা জোগাচ্ছে পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোসকে।
advertisement
advertisement
অফকালার রো কে অনেকটাই কভার করে নিচ্ছেন ১৮ বছরের রেনাতো। বেনফিকা থেকে ৬৫ মিলিয়ন ইউরোয় বায়ার্নে পা বাড়ানো রেনাতোর দৌড়গুলোই কাঁপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে। চেষ্টা করছেন নানিও। এরপর রোনাল্ডো নিজেকে ফিরে পেলে ২০০৪-র পর ইউরোর ফাইনাল হয়তো খুব একটা দূর নয় পর্তুগালের।
advertisement
ইউরোয় এখনও নির্ধারিত সময়ে কোন ম্যাচে জয় দেখেনি রোনাল্ডোরা। তবে সিআর সেভেনের মতো চ্যাম্পিয়নরা তো নিজেদের মেলে ধরতে এমন আসরই খোঁজেন। আর এই ম্যাচে তো সান্তিয়াগোর ডেরায় ভাগ বসানো গ্যারেথ বেল রয়েছে। রোনাল্ডো বনাম বেল। দুই রিয়াল তারকার ডুয়েলই যে এই ম্যাচে বড় পাওনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2016 4:36 PM IST