ইংল্যান্ড: ২৮৭ ও ১৮০ভারত: ২৭৪ ও ১১০/৫ ( ৩৬ ওভার, টার্গেট ১৯৪ )
#বার্মিংহ্যাম: দিনের শেষে স্কোরবোর্ড দেখাচ্ছে যে ভারতের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৮৪ রান ৷ কিন্তু বার্মিংহ্যামের ২২ গজ এবং আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে শনিবার প্রথম সেশন অগ্নিপরীক্ষাই হতে চলেছে ভারতীয় দলের জন্য ৷ ১৯৪ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ভালমতোই অস্বস্তিতে ভারত ৷ কিন্তু টিম ইন্ডিয়ার আশা ও ভরসা ক্যাপ্টেন কোহলি এখনও ক্রিজে ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেও শনিবারের প্রথম সেশন তাঁর কাছেও কঠিন পরীক্ষা হতে চলেছে ৷
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সফল রবীচন্দ্রন অশ্বিন ৷ গোটা ম্যাচে ৭ উইকেট নিয়ে টেস্টে ২০০ উইকেটও এদিন নেওয়া হয়ে গেল তাঁর ৷ কিন্তু শুধু অশ্বিনের জাদুই নয় ৷ বার্মিংহ্যামের মেঘলা আবহাওয়ায় বল হাতে কামাল করলেন ইশান্ত শর্মা ৷ ৫১ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি ৷ এদিকে বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল স্যাম কারান ৷ উমেশ যাদবের বলে আউট হওয়ার আগে এদিন একেবারে ওয়ান ডে সুলভ ব্যাটিংয়ের প্রদর্শন করলেন তিনি ৷ ৯টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ৬৫ বলে ৬৩ রান করে যান তিনি ৷ ইংল্যান্ডের রানও দ্বিতীয় ইনিংসে তাঁর জন্য ১৮০-তে পৌঁছয় ৷
১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার বিজয় এবং ধাওয়ানকে হারিয়েছে ভারত ৷ চলতি ইংল্যান্ড সফরে ধাওয়ানের অফ-ফর্ম অব্যাহত ৷ রান পাননি লোকেশ রাহুল (১৩) এবং অজিঙ্কা রাহানে (২)-ও ৷ দিনের শেষে ৪৩ রানে অধিনায়ক কোহলি এবং ১৮ রানে ক্রিজে অপরাজিত দীনেশ কার্তিক ৷ রুট না কোহলি, এজবাস্টনে শেষ হাসি হাসবেন কে ? জানা যাবে শনিবার লাঞ্চের আগেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birmingham Test, Day 3, Edgbaston Test, England, India, Virat Kohli