কোহলির ব্যাটই এজবাস্টনে ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছে

Indian captain Virat Kohli, left, and Dinesh Karthik leave the field at the end of the day's play on the third day of the first test cricket match between England and India at Edgbaston. (AP Photo

Indian captain Virat Kohli, left, and Dinesh Karthik leave the field at the end of the day's play on the third day of the first test cricket match between England and India at Edgbaston. (AP Photo

India vs England, 1st Test Day 3 at Edgbaston: তৃতীয় দিনের শেষে ভারতের জয়ের জন্য প্রয়োজন আরও ৮৪ রান ৷ হাতে রয়েছে ৫ উইকেট ৷

  • Share this:

    ইংল্যান্ড: ২৮৭ ও ১৮০ভারত: ২৭৪ ও ১১০/৫ ( ৩৬ ওভার, টার্গেট ১৯৪ )

    #বার্মিংহ্যাম: দিনের শেষে স্কোরবোর্ড দেখাচ্ছে যে ভারতের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৮৪ রান ৷ কিন্তু বার্মিংহ্যামের ২২ গজ এবং আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে শনিবার প্রথম সেশন অগ্নিপরীক্ষাই হতে চলেছে ভারতীয় দলের জন্য ৷ ১৯৪ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ভালমতোই অস্বস্তিতে ভারত ৷ কিন্তু টিম ইন্ডিয়ার আশা ও ভরসা ক্যাপ্টেন কোহলি এখনও ক্রিজে ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেও শনিবারের প্রথম সেশন তাঁর কাছেও কঠিন পরীক্ষা হতে চলেছে ৷

    Photo Courtesy: ICC/Twitter Handle Photo Courtesy: ICC/Twitter Handle

    প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সফল রবীচন্দ্রন অশ্বিন ৷ গোটা ম্যাচে ৭ উইকেট নিয়ে টেস্টে ২০০ উইকেটও এদিন নেওয়া হয়ে গেল তাঁর ৷ কিন্তু শুধু অশ্বিনের জাদুই নয় ৷ বার্মিংহ্যামের মেঘলা আবহাওয়ায় বল হাতে কামাল করলেন ইশান্ত শর্মা ৷ ৫১ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি ৷ এদিকে বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল স্যাম কারান ৷ উমেশ যাদবের বলে আউট হওয়ার আগে এদিন একেবারে ওয়ান ডে সুলভ ব্যাটিংয়ের প্রদর্শন করলেন তিনি ৷ ৯টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ৬৫ বলে ৬৩ রান করে যান তিনি ৷ ইংল্যান্ডের রানও দ্বিতীয় ইনিংসে তাঁর জন্য ১৮০-তে পৌঁছয় ৷

    ১৯৪ রানের টার্গেট তাড়া  করতে নেমে শুরুতেই দুই ওপেনার বিজয় এবং ধাওয়ানকে হারিয়েছে ভারত ৷ চলতি ইংল্যান্ড সফরে ধাওয়ানের অফ-ফর্ম অব্যাহত ৷ রান পাননি লোকেশ রাহুল (১৩) এবং অজিঙ্কা রাহানে (২)-ও ৷ দিনের শেষে ৪৩ রানে অধিনায়ক কোহলি এবং ১৮ রানে ক্রিজে অপরাজিত দীনেশ কার্তিক ৷ রুট না কোহলি, এজবাস্টনে শেষ হাসি হাসবেন কে ? জানা যাবে শনিবার লাঞ্চের আগেই ৷

    First published:

    Tags: Birmingham Test, Day 3, Edgbaston Test, England, India, Virat Kohli