England vs Australia: মুখ থেকে পড়ে গেল চুইং গাম, মাঠ থেকে কুড়িয়ে খেলেন লাবুশেন, ভিডিও দেখলে গা রি রি করে উঠবে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
England vs Australia: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাসেজের দ্বিতীয় ম্যাচেও ঘটল ঠিক তেমনই এক মজার ঘটনা। ঘটালেন অজিদের তারকা মিডিল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন।
লর্ডস: খেলার মাঠে খেলার বাইরে এমন অনেক কিছুই ঘটে যা কখনও সকলের মন ছুঁয়ে যায়, আবার কখনও এমন ঘটনাও ঘটে যা নিয়ে হাসির রোল ওঠে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাসেজের দ্বিতীয় ম্যাচেও ঘটল ঠিক তেমনই এক মজার ঘটনা। ঘটালেন অজিদের তারকা মিডিল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। মুখ থেকে পড়ে যাওয়া চুইং গাম মাঠ থেকে কুড়িয়ে খান তিনি। যেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ৪৫তম ওভারে। সেই সময় ক্রিজে ছিলেন স্টিভ স্মিথ ও লাবুশেন। বিরতিতে প্যাড-গ্লাভস ঠিক করার সময় তার মুখে ছিল চুইং গাম। গ্লাভস ঠিক করার সময় হঠাৎই তার মুখ থেকে চুইং গাম মাঠে পড়ে যায়। সেই সময় হঠৎই পড়ে যাওয়া চুইং গাম মাঠ থেকে তুলে নিয়ে মুখে পুরে নেন মার্নাস লাবুশেন। এই ঘটনা টিভি ক্যামেরার চোখ এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
advertisement
Gum incident pic.twitter.com/XKgEkBzr6t
— stu media acct (@stuwhymedia) June 29, 2023
advertisement
আরও পড়ুনঃ ODI World Cup 2023: এবারের বিশ্বকাপে কোন ৫টি ম্যাচ সবথেকে ‘সেরা’! এখনই জানিয়ে দিল আইসিসি, তালিকায় মহাচমক
এমনিতেই অস্ট্রেলিয়া দলে মার্নাস লাবুশেন খুবই মজার চরিত্র। নানা সময়ে নানা মাজাদার কীর্তি তিনি মাঠে করে থাকেন। তবে যে উইকেটে সবাই পা দিয়ে মারাচ্ছেন, ধুলোয় ভর্তি সেখান থেকে চুইং গাম কুড়িয়ে খাবেন তা ভাবতেও পারেননি অনেকেই। কেন এমন কাজ করলেন সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ঘটনার আকস্মিকতায় ও আনমনাভাবে এমন কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার তারকার ব্যাটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 6:00 PM IST