বিশ্বজয়ের পর ড্রেসিং রুমে বাঁধন হারা উচ্ছ্বাস ইংল্যান্ডের, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

Last Updated:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভাপ বাকি থাকতে জয় পায় ইংল্যান্ড।

মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ জয়। দলের বেশিরভাগ ক্রিকেটারের ক্যাবিনেটে জোড়া বিশ্বকাপ। যা অনেক কিংবদন্তীর অধরা। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুটি টি-২০ বিশ্বকাপ জয়। একইসঙ্গে বর্তমানে একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ব্রিটিশরা। এমন ঐতিহাসিক মুহুূর্তের উচ্ছ্বাস যে বাঁধন হারা হবে তা বলার অপেক্ষা রাখে না।
বেন স্টোকসের ব্যাটে উইনিং শট আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা ইংল্যান্ড দল। দেশকে বিশ্বকাপ জিতিয়ে বেন স্টোকসের উচ্ছ্বাস ছিল দেখার মত। জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরানদের সেলিব্রেশন সকলের নজর কাড়ে। শুধু মাঠে নয়, ড্রেসিং রুমে যাওয়া পথে শিশুসুলভ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ব্রিটিশ ক্রিকেটারদের। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
advertisement
ভিডিওতে দেখা যায় টানেল দিয়ে আসার সময় কেউ দৌড়তে দৌড়তে, কেউ পানীয় খেতে খেতে আসছেন। সবথেকে মজাদার মুহূর্ত দেখা যায় ক্রিস ওকসের। তিনি মুখে মজাদার আওয়াজ করতে করতে দৌড়ে আসেন। ড্রেসিং রুমের ভিতরে পুরো দল মিলে বিশ্বজয়ের মুহূর্ত উপভোগ করেন। ফটো সেশন থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় ব্রিটিশ ক্রিকেটারদের।
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বজয়ের পর ড্রেসিং রুমে বাঁধন হারা উচ্ছ্বাস ইংল্যান্ডের, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement