IND VS ENG: সিরিজের মাঝেই ভারত ছাড়ছে ইংল্যান্ড দল! কারণটা কী

Last Updated:

India vs England: দ্বিতীয় টেস্টেই ব্রিটিশদের যোগ্য জবাব দিয়ে দর্প চূর্ণ করেছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে ১০৬ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে রোহিত শর্মা। কিন্তু শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্ট হারতেই ভারত ছাড়তে চলেছে ইংল্যান্ড দল।

বিশাখাপত্তনম: হায়দরাবাদে প্রথম টেস্ট জয়ের পর নিজেদের বাজবল ক্রিকেট নিয়ে হুঙ্কারের সুর শোনা গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেটারদের মুখে। কিন্তু দ্বিতীয় টেস্টেই ব্রিটিশদের যোগ্য জবাব দিয়ে দর্প চূর্ণ করেছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে ১০৬ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে রোহিত শর্মার দল। কিন্তু শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্ট হারতেই ভারত ছাড়তে চলেছে ইংল্যান্ড দল।
সূত্রের খবর, দ্বিতীয় টেস্ট হারের পরই ভারত ছাড়ার প্রস্তুতি শুরু করে দেয় বেন স্টোকস, জিমি অ্যান্ডারসনরা। কিন্তু প্রশ্ন হল সিরিজের মাঝপথে কোথায় যাচেছে ব্রিটিশ দল। কেনই বা যাচ্ছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে ভারত ছেড়ে আবুধাবিতে যাচ্ছে ইংল্যান্ড দল। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে যেহেতু ১০ দিনের ব্যবধান রয়েছে সেই কারণেই আবুধাবি পারি দিতে পারে ব্রিটিশরা।
advertisement
মনে করা হচ্ছে মঙ্গলবারই আবুধাবি চলে যাবে ইংল্যান্ড দল। ভারত সফরে আসার আগে সেখানেই প্রস্তুতি শিবির সেরেছিল ব্রিটিশ দল। তৃতীয় টেস্ট শুরুর আগেই সেখানেই সময় কাটাতে চান ইংল্যান্ড ক্রিকেটাররা। কেউ গল্ফ খেলে সময় কাটাতে চান, কেউ আবা পুরোপুরি ছুটি কাটাতে চান পরিবারের সঙ্গে। ফের ২২ গজে নামার আগে রিল্যাক্স হওয়ার জন্যই আবুধাবি যাচ্ছে ইংল্যান্ড।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারত। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। জবাবে প্রথম ইনিংসে ২৫৬ রান করে অলাআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করেন জ্যাক ক্রাউলি। ৬ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৫৫ করে ভারত। ১০৪ রান করেন শুভমান গিল। ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৯২ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND VS ENG: সিরিজের মাঝেই ভারত ছাড়ছে ইংল্যান্ড দল! কারণটা কী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement