‘ডাবল চ্যাম্পিয়ন’ ইংল্যান্ড, ১৫ বছরে এমন রেকর্ড আর কারও নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
England World Cup Champion: ডাবল চ্য়াম্পিয়ন। দুটো বিশাল ট্রফি নিজেদের শো-কেসে রাখার গর্ব এখন ইংরেজদের।
#মেলবোর্ন: ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে। তার ৩২ বছর পর শুরু হয় টি২০ বিশ্বকাপ। ২০০৭ সালে। গত ১৫ বছরে ৮টি টি–টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে বিশ্বকাপ হয়েছে।
২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেবার টি২০ বিশ্বকাপের শিরোপা জেতে ভারতীয় দল। ২০১০ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন ভারত।
আরও পড়ুন- মোক্ষম সময়ে শাহিন আফ্রিদির চোট, বিশ্বজয়ের স্বপ্ন অধরা থেকে গেল পাকিস্তানের
গত ১৫ বছরে এই প্রথম একই সঙ্গে দুটি বিশ্বকাপ ট্রফি নিজেদের শোকেসে রাখার গর্ব একমাত্র ইংল্যান্ডের। তাই আজকের এই জয় ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে বাড়তি গর্বের। কারণ এই প্রথম ইংল্যান্ড পর পর বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে ফেলল।
advertisement
advertisement
২০১৯ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে সেবারের ফাইনাল নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকে বলেন, কপালের দোষে সেদিন নিউজিল্যান্ডকে হারায় ইংল্যান্ড। কেউ আবার বলে, হাস্যকর নিয়মের জেরে জিতেছিল ইংল্যান্ড। তবে চ্যাম্পিয়ন তকমাটা বড় অদ্ভুত। একবার সেটা গায়ে সেঁটে গেলে কার সাধ্যি তা তোলে!
আরও পড়ুন- মোক্ষম সময়ে শাহিন আফ্রিদির চোট, বিশ্বজয়ের স্বপ্ন অধরা থেকে গেল পাকিস্তানের
সাদা বল ক্রিকেটের একচ্ছত্র চ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ড। ডাবল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন! পরের বছর ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর কে না জানে, ভারতে খেলা মানে ভারতীয় দল ভয়ানক। তবুও ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম দেখে তাঁদের চ্যাম্পিয়ন বলে এখন থেকেই কেউ দাবি করবেন না হয়তো! তবে আপাতত বিশ্বকাপের আগে পর্যন্ত গর্বের মুহূর্ত উদযাপন করবে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন বলে কথা! এই গৌরব ইংরেজদের অহংকার হয়েই থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 6:53 PM IST