স্কাই-এর ব্যাটিংয়ে মজেছেন বাটলার, তাকেই বাছলেন টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে

Last Updated:

নিজে টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু ভারতীয় ক্রিকেটারের ব্যাটিংয়ে মজেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাকেই বাছলেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হিসেবে।

#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। রোহিত-বিরাটদের হারিয়ে রবিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ব্রিটিশরা। ভারত না থাকলেও ভারতীয় ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাকেই প্রতিযোগিতার সেরা ক্রিকেটার বলে মনে করেন বাটলার।
ভারতের বিরুদ্ধে সেমিতে নিজেও ৪৯ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জস বাটলার। কিন্তু ব্রিটিশ অধিনায়ক মজে রয়েছে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে। তাকে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হিসেবেও বেছেছেন বাটলার। তিনি বলেছেন,‘আমি মনে করি আমার জন্য সূর্যকুমার যাদব এমন একজন খেলোয়াড়, যিনি বেশি স্বাধীনতার সঙ্গে খেলেছেন। তারকাখোচিত লাইন-আপে তিনি সবার নজর কেড়েছেন। সে যেভাবে খেলেছে তা অসাধারণ।'
advertisement
advertisement
তবে এখানই থামেননি জস বাটলার। তার দলের কোন কোন ক্রিকেটার প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হতে পারেন সেই নামও জানিয়েছেন ব্রিটিশ অধিনায়ক। সূর্যকুমার যাদবের পর যারা ম্যান অব দ্যা সিরিজ হতে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বাটলার বলেছেন,'আমাদেরও সেই শীটে কিছু খেলোয়াড় আছে- স্যাম কারান এবং অ্যালেক্স হেলস। ফাইনালে ভালো করলে ওরা আমার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারে।’
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতলেই লিপ্ত হবেন উদ্দাম সঙ্গমে, তারকা ফুটবলারকে অফার সুপার হট মডেলের
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ৬ ম্যাচে মোট ২৩৯ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি দুরন্ত অর্ধশতরান। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপ পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের ইনিংস তার কেরিয়ারের অন্যতম সেরা। শুধু জস বাটলার নয়, এবি ডিভিলিয়ার্সের মত প্রাক্তন তারকারাও ভক্ত ভারতীয় তারকার ব্যাটিংয়ে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
স্কাই-এর ব্যাটিংয়ে মজেছেন বাটলার, তাকেই বাছলেন টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement