ENG vs PAK: বাটলার-ওকস জুটির দুরন্ত ব্যাটিং! ম্যাঞ্চেস্টারে ৩ উইকেটে জয়ী ইংল্যান্ড

Last Updated:

৩ উইকেটে প্রথম টেস্ট জয়ী ইংল্যান্ড

পাকিস্তান: ৩২৬ ও ১৬৯
ইংল্যান্ড: ২১৯ ও ২৭৭/৭
৩ উইকেটে প্রথম টেস্ট জয়ী ইংল্যান্ড
advertisement
#ম্যাঞ্চেস্টার: জয়ের জন্য টার্গেট ছিল ২৭৭ রান ৷ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পক্ষে কাজটা কঠিন না হলেও অতটা সহজও ছিল না ৷ ওপেনার সিবলি (৩৬) এবং অধিনায়ক জো রুট (৪২) রান করলেও একসময় মাত্র ১১৭ রানের মধ্যে ৫ উইকেটে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড ৷ ম্যাচে তখন কিছুটা জয়ের গন্ধ পেতে শুরু করেছে পাকিস্তান ৷ সেখান থেকেই দলকে টেনে তোলেন ওকস-বাটলার জুটি ৷ ষষ্ঠ উইকেটের জুটিতে ১৩৯ রান যোগ করেন তাঁরা দু’জনে ৷ ওখানেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় পাকিস্তানের ৷
advertisement
প্রথম ইনিংসে এগিয়ে থাকার পরেও তার সুবিধা ম্যাচে নিতে ব্যর্থ পাকিস্তান ৷ দ্বিতীয় ইনিংসেই মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং ৷ ইংল্যান্ড পেসারদের দাপটে মাত্র ১৬৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৷ এরপরও ২৭৭ রান ম্যাচে লড়াই করার জন্য যথেষ্ট ছিল ৷ কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে এদিন পাকিস্তানকে কোনও অঘটন ঘটাতে দিলেন না ওকস-বাটলার জুটি ৷ বাটলার ৭৫ রান করে ইয়াসির শাহের বলে আউট হলেও ৮৪ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন অলরাউন্ডার ওকস ৷ নিঃসন্দেহে তিনিই ম্যাচের সেরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ENG vs PAK: বাটলার-ওকস জুটির দুরন্ত ব্যাটিং! ম্যাঞ্চেস্টারে ৩ উইকেটে জয়ী ইংল্যান্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement