Emiliano Martinez: ২ দিনের সফরে কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে মার্টিনেজের, জেনে নিন বিস্তারিত
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
Emiliano Martinez: শহর কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনিয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এমি।
উত্তর ২৪ পরগনা: শহর কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনিয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এমি। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল কলকাতায় আসতে পারেন মার্টিনেজ। আর সেই মতো এদিন বিকেলে কলকাতায় এসে পৌঁছলেন বিশ্বের অন্যতম তারকা ফুটবলার।
সোমবার দুপুরে একবার স্বচক্ষে বিশ্বকাপ জয়ীকে দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ বাহিনীও। কলকাতায় আসার আগে ঢাকায় যান তিনি। সেখানে কয়েক ঘণ্টা থেকে তারপর কলকাতার আসেন লিওনেল মেসিদের দলের এই গোলরক্ষক। বাংলার অন্যতম ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন মার্টিনেজ।
advertisement
সোমবার অবশ্য কোন কর্মসূচি নেই এমি মার্টিনেজের। মঙ্গলবার, বিশেষ কর্মসূচি রয়েছে মার্টিনেজের। মিলন মেলা প্রাঙ্গনেও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে সংবর্ধনা দেওয়া হবে আর্জেন্টিনিও এই তারকা গোলরক্ষককে। মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি।
advertisement
তারপর মোহনবাগানে যাবেন এমি। শেষ সম্মান জানানো হবে ক্লাবের পক্ষ থেকে। সেখানে মার্টিনেজকে ফুটবল পায়ে দেখা যেতে পারে একটি ফ্রেন্ডশিপ খেলায় অংশ নিতেও। যদিওবা দর্শক আসনে থাকার কথা রয়েছে বিশ্বকাপ জয়ী এই প্লেয়ারের। বুধবারও মার্টিনেজের শহরে রয়েছে ব্যস্ত সিডিউল। কলকাতার ক্লাব সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার কথা রয়েছে এদিন। তারপর সেখান থেকে আসতে পারেন লেকটাউনের বিধায়ক সুজিত বসুর অনুষ্ঠানে। এরপর, হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে এমির। বুধবার কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ।
advertisement
আরও পড়ুনঃ Indian Railways: দুই আলাদা রাজ্য ভাগ করে নিয়েছে একটি স্টেশন, ভারতীয় রেলে এমন বিস্ময় রয়েছে ২টি
প্রসঙ্গত, কলকাতায় আসার আগে সোমবার ভোরে বাংলাদেশে গিয়েছিলেন মার্টিনেজ। ঢাকায় পৌছে সোমবার দুপুরে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিলিয়ানো মার্টিনেজ। শেখে হাসিনা ও এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে খানিকটা সময় কথা-বার্তাও হয়। বাংলাদেশের নানা বিষয়ে মার্টিনেজকে স্বল্প সময়ে জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দিতে ভোলেননি বিশ্বজয়ী গোলরক্ষক। শেখ হাসিনকে একটি আর্জেন্টিনার জার্সি উপহার দেন এমি মার্টিনেজ।
advertisement
Rudra Narayan Roy
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 10:49 PM IST