আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে বিশাল টাকার প্রস্তাব বায়ার্ন মিউনিখের, লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ

Last Updated:

Emiliano Martinez Argentina goalkeeper wanted by German club Bayern Munich. মেসির দলের গোলরক্ষকের জন্য বিরাট প্রস্তাব জার্মান ক্লাবের

মেসির দলের গোলরক্ষকের জন্য বিরাট প্রস্তাব জার্মান ক্লাবের
মেসির দলের গোলরক্ষকের জন্য বিরাট প্রস্তাব জার্মান ক্লাবের
#মিউনিখ: আর্জেন্টিনার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তার। খুব ছোটবেলায় চলে এসেছিলেন ইংল্যান্ডে ফুটবল খেলে রোজগার করবেন বলে। দ্বিতীয় ডিভিশন থেকে যখন সুযোগ পেলেন আর্সেনালে, তখন দীর্ঘদিন থেকেও মাত্র আটটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন প্রথম দলের জার্সি গায়ে দেওয়ার।। এরপর ২০২০ সালে পেলেন অস্টন ভিলার প্রস্তাব। ব্যাস, বদলে গেল জীবন।
আর পেছনে ফিরে তাকাতে হয়নি এমিলিয়ানো মার্টিনেজকে। প্রথম দলে নিয়মিত জায়গা করে দিলেন। ডাক পেলেন জাতীয় দল আর্জেন্টিনায়। লিওনেল স্কালোনি কোচ হয়ে আসার পর থেকে এমি আর্জেন্টিনার গোলপোস্টের নিচে পাকা জায়গা পেয়ে গেলেন। প্রথমে কোপা আমেরিকা তারপর এবার বিশ্বকাপ। মেসিদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ৬ ফুট ৩ ইঞ্চির এই গোলরক্ষকের অবদান ভোলা যাবে না।
advertisement
আরও পড়ুন - মারাদোনার অপমান মনে রাখতে চান না ! আর্জেন্টিনায় কোচ স্কালোনির নামে তৈরি হচ্ছে রাস্তা
বাজপাখির ক্ষীপ্রতায় গোলকিপিং করেছেন। আর খেলা যদি টাইব্রেকারে চলে যায়, তাহলে মার্টিনেজ কী করতে পারেন সেটা দেখা গিয়েছে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। এবার তাই জার্মানির এক নম্বর ক্লাব বায়ার্ন মিউনিখ নিজেদের দলে পেতে চাইছে মার্টিনেজকে। তাদের বিশ্ব বিখ্যাত গোলরক্ষক ম্যানুয়াল নয়ের স্কি করতে গিয়ে পা ভেঙে ফেলেছেন।
advertisement
advertisement
তাছাড়া মিউনিখ একজন দক্ষ ব্যাক আপ গোলরক্ষক সন্ধান করছিল। মার্টিনেজ তাদের প্রভাবিত করেছে। তাই ইংলিশ ক্লাব অস্টন ভিলার সঙ্গে চুক্তি থাকলেও তার এজেন্ট এবং তিনি নিজে এই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চাইছেন। এমির লক্ষ্য সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ খেলা।
advertisement
সেটা ভিলায় সম্ভব নয়। এমনিতেই তার বয়স এখন ৩১। তাই শেষ কয়েকটা বছর যদি বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলে কাটাতে পারেন তার থেকে ভাল কী হতে পারে? জার্মান ক্লাব তার জন্য বিশাল অংকের প্রস্তাব রেখেছে। শোনা যাচ্ছে ইংলিশ ক্লাব তাদের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এমির বদলি খোঁজা শুরু করে দিয়েছে। যতই অঙ্গভঙ্গি এবং এমবাপেকে নকল করে শিরোনামে আসুন মার্টিনেজ, ফুটবল দুনিয়ায় তার চাহিদা এই মুহূর্তে তুঙ্গে।
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে বিশাল টাকার প্রস্তাব বায়ার্ন মিউনিখের, লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement