মারাদোনার অপমান মনে রাখতে চান না ! আর্জেন্টিনায় কোচ স্কালোনির নামে তৈরি হচ্ছে রাস্তা

Last Updated:

Lionel Scaloni has Street named after him in his hometown of Pujato after World Cup win. বিশ্বজয়ের পুরস্কার! আর্জেন্টিনার গ্রামের বাড়ির রাস্তার নামকরণ হচ্ছে কোচ স্কালোনির নামে


আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচকে অভিনব উপহার গ্রামবাসীর
আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচকে অভিনব উপহার গ্রামবাসীর
#পুহতো: কাতারে বিশ্বজয় করে শেষমেশ ঘরে ফিরলেন লিওনেল স্কালোনি। পুহাতো নামক একটি ছোট্ট আর্জেন্টাইন শহরের জন্ম তার। সেখানকার মানুষজন যারা বড় হতে দেখেছিলেন তাকে, ঘরে ফেরার পর নায়কের সম্মানে মাথায় তুলে নিলেন। তাদের ছোট্ট শহরের গর্ব লিওনেল স্কালোনি, তাদের কিংবদন্তি তিনি। তার ছোট্ট শহর যেখানে মাত্র ৪০০০ জনসংখ্যা সেখানে এখন নায়ক স্কালোনি।
সেখানকার জনপ্রতিনিধি জানিয়েছেন পুহাতো শহরে রাস্তার নামকরণ হবে স্কালোনির নামে। তার শহরে আপ্যায়ন দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন আর্জেন্টাইন কোচ। তিনি বললেন, আমার শহরের রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষ যাদের আমি ছোটো থেকে কখনো দেখিনি, জাতীয় দলের জন্য অশ্রু ঝরাচ্ছে। এর থেকে ভালো কিছু হয় না, এটাই সবথেকে সুখদায়ক এবং আমাকে গর্বিত করে।
advertisement
advertisement
লিওনেল স্কালোনির বাবা ছিলেন তার প্রথম ফুটবল কোচ, বর্তমানে তিনি অসুস্থ। কিন্তু ছেলের ওপর কখনো বিশ্বাস হারাননি। স্কালোনি বললেন বিশ্বকাপ শুরুর দেড় মাস আগে থেকে তার বাবাকে দেখতে গেলেই তিনি যতটা হাত তুলতে পারতেন, সেটুকুই তুলে বিশ্বকাপ হাতে নেওয়ার ভঙ্গিমা দেখাতেন। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পর আবার কোচের বদল হয় জাতীয় দলে, হোরহে সম্পাওলিকে সরিয়ে আনা হয় ৪৮ বছর বয়সী স্কালোনিকে।
advertisement
শেষ এক দশকে এতজন কোচের বদলের পর টাল মাটাল অবস্থা ছিল দলের। সেখানে এই অনভিজ্ঞ কোচের আবির্ভাবে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়েননি কিংবদন্তি দিয়েগো মারাদোনাও। মারাদোনা বলেছিলেন "শিশু" স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু মোটরসাইকেল বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে নয়।
advertisement
সমস্ত সমালোচকদের চুপ করিয়ে বিশ্বকাপে হাতে নিয়ে দেশে ফিরেছেন স্কালোনি। মেসিকে দেশের জার্সিতে আরো ধ্বংসাত্মক রূপ দিয়েছেন তিনি। দীর্ঘ ট্রফি ক্ষরার পর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসমো এবং বিশ্বকাপ জিতেছেন তিনি মাত্র ১৮ মাসের ব্যবধানে। আর্জেন্টিনার লিও মেসির ওপর নির্ভরশীলতার অবসান ঘটিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মারাদোনার অপমান মনে রাখতে চান না ! আর্জেন্টিনায় কোচ স্কালোনির নামে তৈরি হচ্ছে রাস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement