ঠিক সময়েই তৈরি হয়ে যাবে ইডেনের পিচ, আশ্বাস দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Last Updated:
হাতে মাত্র ২ সপ্তাহ। দেবীপক্ষের শুরুতেই ইডেনে ভারত-অজি যুদ্ধ। মেঘ কেটে আকাশে উঁকি দিয়েছে রোদ।
#কলকাতা: হাতে মাত্র ২ সপ্তাহ। দেবীপক্ষের শুরুতেই ইডেনে ভারত-অজি যুদ্ধ। মেঘ কেটে আকাশে উঁকি দিয়েছে রোদ। তারপরই মাঠ তৈরির কাজ শুরু জোরকদমে। এরমধ্যেই ঘাস কাটার কাজ শেষ হয়েছে। মাঠে চালানো হচ্ছে রোলার। পিচ তৈরিতেও বিশেষ নজরদারি কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।
ম্যাচের উইকেট নিয়ে আশাবাদী প্রেসিডেন্ট সৌরভ। স্পোর্টিং উইকেটে হবে। পেস ও বাউন্সও যথেষ্ট থাকবে। এদিন ইডেনের পিচ নিজে হাতে পর্যবেক্ষণ করেন সৌরভ ৷ ১২ তারিখ সিএবির অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে টিকিট দেওয়া হবে। এরমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, নভেম্বরে আয়োজিত হবে জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা। ১৬ নভেম্বর ভারত-শ্রীলঙ্কা টেস্ট শুরু। তার আগেই হবে এই অনুষ্ঠান। প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন কুমার সঙ্গাকারা। এদিকে, বেঙ্গল প্রিমিয়ার লিগ দেখানোর সম্মতি জানিয়েছে স্টার স্পোর্টস।
advertisement
রিপোর্ট: ঈরণ রায় বর্মন
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2017 8:27 PM IST