Eden Gardens : বিরাট পরিবর্তন হবে ইডেন গার্ডেন্সে! পুজোর আগে নতুন সাজে ক্রিকেটের নন্দনকানন

Last Updated:

Eden Gardens stadium in Kolkata to undergo new transformation before Australia series. বিরাট পরিবর্তন হবে ইডেন গার্ডেন্সে! পুজোর আগে নতুন সাজে ক্রিকেটের নন্দনকানন

নব রূপে সাজবে ইডেন
নব রূপে সাজবে ইডেন
#কলকাতা: ভারতের ক্রিকেট মানচিত্রের ঐতিহাসিক স্টেডিয়াম কলকাতা ইডেন গার্ডেনস। ঐতিহ্য এবং ইতিহাসে জ্বলজ্বল করছে। কিন্তু আধুনিকতার ক্ষেত্রে এখনও কিছুটা উন্নতি দরকার ইডেনের। সেটাই হতে চলেছে আগামী দিনে। ক্রিকেটার, সাংবাদিক এবং দর্শকদের কথা মাথায় রেখে হবে সংস্করণ। পুজোর ঠিক আগে, ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া।
এর আগে কোভিডের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে এক দিনের ম্যাচ বাতিল হয়ে যায়। ২০২০ সালের ১৮ মার্চ সেই ম্যাচ হওয়ার কথা ছিল। কলকাতার সেই আক্ষেপ মেটাতে বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে দিতে পারে। শেষ পর্যন্ত পুজোর আগে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হয়, তা হলে এখানে এসে অন্য চেহারার ইডেন দেখবেন ক্রিকেটাররা।
advertisement
advertisement
কারণ পুজোর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের আগে ইডেন সংস্কারের কাজও সম্ভবত হয়ে যাবে। ইডেনের কৃত্রিম আলো বদলে ফেলা হচ্ছে। এর আগে কোভিডের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে এক দিনের ম্যাচ বাতিল হয়ে যায়। ২০২০ সালের ১৮ মার্চ সেই ম্যাচ হওয়ার কথা ছিল। কলকাতার সেই আক্ষেপ মেটাতে বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে দিতে পারে।
advertisement
শেষ পর্যন্ত পুজোর আগে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হয়, তা হলে এখানে এসে অন্য চেহারার ইডেন দেখবেন রোহিতরা। কারণ পুজোর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের আগে ইডেন সংস্কারের কাজও সম্ভবত হয়ে যাবে। ইডেনের কৃত্রিম আলো বদলে ফেলা হচ্ছে। শুধু আলোই নয়, বদলে যাচ্ছে ইডেনের তিন তলার কনফারেন্স রুম এবং অতিথিদের খাওয়ার জায়গা।
advertisement
বিরাট কোহলি-রোহিত শর্মারা ইডেনে যেখানে সাংবাদিক সম্মেলন করেন, সেই জায়গাতেও আসছে বদল। এছাড়া প্রেস বক্স, মিডিয়া সেন্টার, শৌচাগারও ঢেলে সাজা হবে। তার জন্য বৃহস্পতিবারই টেন্ডার ডেকেছে সিএবি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বাথরুমের উন্নতি প্রয়োজন। ক্রিকেটারদের ড্রেসিংরুমে ঐতিহ্য বজায় রেখে কিছু আধুনিকতা নিয়ে আসা হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens : বিরাট পরিবর্তন হবে ইডেন গার্ডেন্সে! পুজোর আগে নতুন সাজে ক্রিকেটের নন্দনকানন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement