corona virus btn
corona virus btn
Loading

লর্ডসের আদলে এবার সংস্কার ইডেনের ?

লর্ডসের আদলে এবার সংস্কার ইডেনের ?

লর্ডসের আদলে ইডেন ? দশম আইপিএলের আগে গুঞ্জন।

  • Share this:

#কলকাতা: লর্ডসের আদলে ইডেন ? দশম আইপিএলের আগে গুঞ্জন। সূত্রের খবর, ক্লাব হাউজের সংস্কার হবে। যার প্রাথমিক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার।

২০১১-র বিশ্বকাপের আগে একপ্রস্থ সংস্কারের প্রলেপ পড়েছিল ইডেনের গায়ে। বদলে ফেলা হয়েছিল দর্শকাসন থেকে বাইরের চেহারা। এবার দশম আইপিএলের আগে আরও একপ্রস্থ সংস্কার প্রলেপ লেপে চমক দিতে পারে সিএবি কর্তারা।

সূত্রের খবর, সেনার অনুমতি পেলেই ঢেলে সাজানো হতে পারে বিসি রায় ক্লাব হাউজকে। তার প্রাথমিক নকশা তৈরি রাখলেন কর্তারা। জানা গিয়েছে, লর্ডসের আদলেই নাকি তৈরি করা হবে ইডেনের মিডিয়া বক্স। তিন তলায় এই বসার জায়গায় ছাদ উড়িয়ে বসানো হবে নতুন ছাউনি। যাতে ঠিক মতো হাওয়া চলাচল করতে পারে। সেইকারণেই গুজরাতের এক সংস্থার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুগ্মসচিব অভিষেক ডালমিয়ারা। ঢেলে সাজানো হতে পারেন ওই জায়গার বেশ কিছু অংশ। তবে এই সংস্কারে এখন সেনার দিকেই তাকিয়ে সিএবি।

First published: February 17, 2017, 12:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर