জেলা টি-২০ প্রতিযোগিতার ফাইনালে সুপার ওভার! শেষ পর্যন্ত কোন জেলা হল চ্যাম্পিয়ন?
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
East Medinipur: এনসিসি জেলার দলগুলিকে নিয়ে যে টি২০ ক্রিকেট প্রতিযোগিতা চালু করেছে। এবারের প্রতিযোগিতায় আলিপুরদুয়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর।
বীরভূম: এবার আইপিএবলে একমাত্র বাঙালি ক্রিকেটার অভিষেক পোড়েল। আইপিএলে বাংলা তথা বাঙালিদের উপস্থিতি তলানিতে চলে আসা নিয়ে হা-হুতাশ শোনা যায় অনেকের গলায়। যদিও আইপিএলে বাংলার ক্রিকেটারদের সাপ্লাই লাইন জোরদার করতে নিরলস কাজ করে চলেছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব। এনসিসি জেলার দলগুলিকে নিয়ে যে টি২০ ক্রিকেট প্রতিযোগিতা চালু করেছে, তা ছিল মূলত আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত। জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতেই এই প্রতিযোগিতা চালু করা হয়।
এবার বীরভূমের সিউড়িতে এমজিআর স্পোর্টস অ্যাকাডেমিতে এই টুর্নামেন্টে অংশ নেয় কালিম্পং ফ্যালকন্স, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স। বাংলার ভূমিপুত্রদের নিয়েই এই টুর্নামেন্ট। যে দলগুলির সঙ্গে জেলার নাম যুক্ত তাতে খেললেন সেই জেলার ক্রিকেটাররা। কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স দলটি গঠিত হয়েছিল বাকি জেলাগুলির ক্রিকেটারদের নিয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর।
advertisement
টস জিতে আলিপুরদুয়ার থান্ডার্স ব্যাটিং নেয়। ১৯.৩ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে খেলতে নেমে একটা সময় ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পূর্ব মেদিনীপুর ড্রাগনস। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে পূর্ব মেদিনীপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আলিপুরদুয়ারের দেওয়া১৭ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জেতে পূর্ব মেদিনীপুর।
advertisement
advertisement
টুর্নামেন্টের সেরা ব্যাটার নীলেশ রাই। তিনি দার্জিলিং আনস্টপেবলসের হয়ে ১০ ম্যাচে ৪৯৬ রান করেন। সেরা বোলার আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায়। ১২ ম্যাচে তিনি নেন ২৬ উইকেট। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। ১২ ম্যাচে তিনি সর্বাধিক উইকেট দখলের পাশাপাশি ২৯৭ রান করেন। ফাইনালের সেরা পূর্ব মেদিনীপুরের রোহিত মণ্ডল। তিনি ১৯ রান করার পাশাপাশি ২ উইকেট নেন এদিন।
advertisement
সুজিত ভৌমিক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 2:35 PM IST