ফেড কাপে জয়ে ফিরল লাল-হলুদ

Last Updated:

রবীনের জোড়া গোল। ফেডে লাইফলাইন পেল ইস্টবেঙ্গল। লাইফলাইনই বটে।

#কটক: রবীনের জোড়া গোল। ফেডে লাইফলাইন পেল ইস্টবেঙ্গল। লাইফলাইনই বটে। বারাবাটিতে অচেনা নীল জার্সির মতোই অচেনা প্লাজা, ওয়েডসনরা। দুটো গোলই যা এল। বাকি সময়টা মনাদার দলের খেলা দেখতে সঙ্গে স্যারিডন রাখার উপক্রম। দলের মাঝমাঠে না আছে ভ্যারিয়েশন। না আছে ডিফেন্সে কোন সলিডিটি। কার্ড সমস্যায় আইজল ম্যাচে নেই মেহতাব ও গুরবিন্দর। স্কোরলাইন ২-০। মিশন চেন্নাইয়ে এটাই যা প্রাপ্তি লাল-হলুদ জনতার।
বার্থ ডে বয় বলে কথা। তারপর আবার জোড়া গোল। সিং আজ ফুলটুস কিং। কটকের টিম হোটেলে ভাংড়ায় আজ ভাসার রাত। মর্গ্যানকেও উতরে দিয়েছেন অনেক ভাইটাল ম্যাচে। মনাদার জমানাতেও ফেডে লাল-হলুদের লাইফলাইন রবীন সিং ৷ সেও তো রবীনের পা ধরেই। বার্থ ডে বয়ের জোড়া গোলের কেকে কাঁটা হয়ে থাকল শুধু হলুদ কার্ডটা। আইজল ম্যাচে কার্ড মানেই সেমিফাইনালে নেই সিং পাজি। একই সমস্যায় বুকেনিয়া ও প্লাজাও।
advertisement
চেন্নাই না হয় পেরোনো গেল। কিন্তু জগন্নাথ দেবের শহরে অভিষ্ট সাধন হলে হয়। লাল-হলুদের টিমগেমে এখনো সেই ঝাঁঝটাই নেই। ঠাসবুনোট ভাবটাও নেই মাঝমাঠে। মর্গ্যান দশ মাসে যে সাড়ে সর্বনাশ করে গিয়েছেন, তা সামলাতে সময় লা্গবে মনাদা-ভাস্করদার।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ফেড কাপে জয়ে ফিরল লাল-হলুদ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement