East Bengal: ইস্টবেঙ্গলের সামনে আজ নর্থইস্ট! ডুরান্ড ফাইনালের টিকিট চান কোচ কার্লোস
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার নর্থইস্টকে হারিয়ে খেতাবি লড়াইয়ে ঢুকে পড়তে মরিয়া ইস্টবেঙ্গলের খাবরা-সিভেরিওরা
কলকাতা: আজ রাতে কঠিন লড়াইয়ের সামনে ইস্টবেঙ্গল। নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই লাল হলুদের সামনে। ইস্টবেঙ্গল জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কুয়াদ্রাত। তাঁর হাত ধরেই ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছবার স্বপ্নে বিভোর মশালবাহিনী। ২০০৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে হারিয়ে শেষবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল।
দীপাবলির আগে আলোর রোশনাইয়ে ভেসে গিয়েছিল লাল-হলুদ তাঁবু। পরের দু’দশকে অবশ্য বারবার ব্যর্থতাই নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নর্থইস্টকে হারিয়ে খেতাবি লড়াইয়ে ঢুকে পড়তে মরিয়া খাবরা-সিভেরিওরা। ম্যাচের আগের দিন অনুশীলনে ইঙ্গিত, প্রেসিং ফুটবলের রাস্তায় হেঁটে দ্রুত প্রতিপক্ষের দুর্গে ফাটল ধরাতে চান কুয়াদ্রাত।
A chance to move one step closer to our target! 🎯#AmagoFans, we need your full support at the VYBK this evening! 🤜🤛
Watch our S/F 🆚 NorthEast United LIVE on Sony Sports Ten 1 & Sony LIV. 📺#DurandCup #JoyEastBengal #EmamiEastBengal #NEUFCEEBFC pic.twitter.com/3mU6rd51We
— East Bengal FC (@eastbengal_fc) August 29, 2023
advertisement
advertisement
মেগা ম্যাচে বিশষজ্ঞরা ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখলেও বেশ সতর্ক তিনি। ছোট্ট মন্তব্য, ওদের খেলা দেখেছি। টুর্নামেন্টে এখনও অপরাজিত নর্থইস্ট। কম্বিনেশনও বেশ ভালো। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। গত মরশুমে আইএসএলের লিগ টেবিলে সর্বনিম্ন স্থানে ছিল নর্থইস্ট। তবে চলতি মরশুমে তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া।
স্প্যানিশ কোচ হুয়ান বেনালিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থিব গোগোই, জিতিন এমএসের মতো ভারতীয় ফুটবলার দলের সম্পদ। থাই লিগে খেলা বিদেশি মেলো ও আক্রমণাত্মক ফুটবলার রোমানও দারুণ ছন্দে রয়েছেন। অঘটন ঘটাতে তৈরি কোচ বেনালির মন্তব্য, কলকাতায় অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে। তবে মর্যাদার যুদ্ধে জিততে তৈরি ফুটবলাররা।
advertisement
গতবার যুবভারতীতে ৩-৩ গোলে ম্যাচ ড্র হওয়ায় কোনওরকমে এক পয়েন্ট নিয়ে ডেসিং-রুমে ফিরেছিলেন কনস্টানটাইন। সেই লড়াই ফেরাতে তৈরি নর্থইস্ট। চুঁইয়ে আসা খবর, বোরহা হেরেরাকে বোতলবন্দি করে ইস্টবেঙ্গলকে মাঝমাঠেই থামিয়ে দিতে চান বেনালি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:01 PM IST