গ্যালারিতেই হার্ট অ্যাটাক! ডার্বি দেখতে গিয়ে ইস্টবেঙ্গল সমর্থকের মর্মান্তিক মৃত্যু
- Published by:Suman Majumder
Last Updated:
East Bengal Supporter Died: একদিকে টানা সাতটি ডার্বিতে হার। তার উপর সমর্থকের মৃত্যু। শোকের ছায়া ইস্টবেঙ্গলে।
#কলকাতা: ডার্বি ম্যাচে উত্তেজনার জেরে ইস্টবেঙ্গল সমর্থকের মৃত্যু!
জয়শঙ্কর সাহা, ৩৮ বছর বয়সী সেই সমর্থকের গ্যালারিতেই হার্ট অ্যাটাক হয়। বাগুইহাটিতে বাড়ি তাঁর।
রাত ৮:৩৫ নাগাদ তাঁকে নিয়ে আসা হয় সল্টলেক আমরি হাসপাতালে। সেই সময় তিনি অজ্ঞান ছিলেন বলে জানা যায়। সাডেন কার্ডিয়াক এরেস্ট-এর জেরে মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন- হুগো বুমু যেন বাগানের ফরাসি পারফিউম, মশাল নিভিয়ে দিলেন সমর্থকদের স্যালুট
৯টা বেজে ৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। বাগুইহাটি দেশবন্ধু নগরে বাড়ি তাঁর।
advertisement
মৃতের এক বন্ধু এবং বিধাননগর থানার আইসি হাসপাতালে নিয়ে আসেন তাঁকে। পরিবারের লোকজন হাসপাতালে রয়েছেন।
আজ রাতে দেহ সল্টলেক আমরি হাসপাতালে রাখা থাকবে তাঁর মৃতদেহ।
আগামীকাল পুলিশ দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করাবে। একদিকে পরপর সাতটি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের পরাজয়। আর তার সঙ্গে ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থকের মৃত্যু। সবমিলিয়ে শোকের আবহ নেমে এসেছে ইস্টবেঙ্গল পরিবারে।
advertisement
আরও পড়ুন- ডার্বি আবার সবুজ মেরুন, নায়ক হুগো, মনবীর ! টানা সপ্তম ডার্বি হার ইস্টবেঙ্গলের
যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন আইএসএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্দিষ্ট সময়ে বেশ কিছুক্ষণ পরে খেলা শুরু হয়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল খেললেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল হজম করে ইস্টবেঙ্গল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 11:50 PM IST