হুগো বুমু যেন বাগানের ফরাসি পারফিউম, মশাল নিভিয়ে দিলেন সমর্থকদের স্যালুট

Last Updated:

Hugo Boumos dedicates man of the match award to Mohun Bagan supporters after winning Kolkata Derby. মশাল নিভিয়েও শান্ত বাগানের ফরাসি তারকা, দিলেন সমর্থকদের স্যালুট

বাগানের ফরাসি পারফিউম বুমু
বাগানের ফরাসি পারফিউম বুমু
#কলকাতা: ফুটবলার হিসেবে তার কোয়ালিটি এবং যোগ্যতা নিয়ে সন্দেহ ছিল না কখনও। প্রচুর টাকা খরচ করে এ নিয়ে আসা হয়েছিল মুম্বই থেকে। কিন্তু বেশ কিছু ম্যাচে দুর্দান্ত ফুটবল খেললেও মাঝেমধ্যেই মাথা গরম করে কার্ড দেখার বদভ্যাস ছিল তার। দলের স্বার্থে সেটা কমিয়েছেন। চ্যালেঞ্জ নিয়েছিলেন এবারের কলকাতা ডার্বিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন। সেটাই করে দেখালেন হুগো বুমু।
আরও পড়ুন - ডার্বি আবার সবুজ মেরুন, নায়ক হুগো, মনবীর ! টানা সপ্তম ডার্বি হার ইস্টবেঙ্গলের
শনিবার সন্ধ্যায় যুবভারতীর ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকলেন হুগোর দুর্দান্ত ফুটবলের। প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল আজ কিছু প্রমাণ করতে নেমেছেন। পায়ে বল পড়লেই ইস্টবেঙ্গল ফুটবলারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন। ফরাসি তারকাকে মার্কিং করা দুঃসাধ্য হয়ে পড়ছিল জেরি, সার্থক, কিরিয়াকুদের কাছে।
advertisement
তার সাপের মতো দৌড়, বলের অসাধারণ কন্ট্রোল নিয়ে যতই বলা যায় ততই কম হবে। ফুটবল ঈশ্বর এদিন তার সঙ্গে ছিলেন। একটা গোল করলেন, অন্যটা করালেন। ম্যাচ শেষে হুগো বুমু জানিয়ে দিলেন, এই ম্যাচটার গুরুত্ব আমি জানি। প্রতিজ্ঞা করে নেমেছিলাম পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরব। সেটা করতে পেরে ভাল লাগছে। এই জয় সমর্থকদের উপহার। ওরা এত পরিমানে আমাদের সমর্থন করতে এসেছেন।
advertisement
advertisement
ইস্টবেঙ্গল কঠিন প্রতিপক্ষ সবসময়। তবে আমি যেমন গোল করেছি, তেমনই বলতে হবে আমাদের ডিফেন্সের কথা। গোল হজম না করা কম কৃতিত্বের নয়। প্রত্যেকের লড়াই করেছে বলেই এই জয় সম্ভব হয়েছে। দিনের শেষে সমর্থকদের জন্যই আমরা খেলি। আশা করি শুধু ডার্বি নয়, কলকাতার প্রতিটা ম্যাচেই সমর্থকরা আমাদের এভাবেই সমর্থন জানাতে আসবেন।
advertisement
নিজের পারফরমেন্স নিয়ে আমি খুশি। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়া আসল লক্ষ্য। ম্যাচ শেষে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো বলে গেলেন, দ্বিতীয়ার্ধের পারফরমেন্স এদিন পার্থক্য করে দিল। প্রথম ১৫ মিনিট আমাদের চাপ থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল খেলাটা ধরে ফেলেছিল। যাই হোক, জিতেছি এটাই আসল। পরের ম্যাচ কঠিন প্রতিপক্ষ মুম্বই। ওদের হারাতেই হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হুগো বুমু যেন বাগানের ফরাসি পারফিউম, মশাল নিভিয়ে দিলেন সমর্থকদের স্যালুট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement